স্মার্ট কলকাতায় এবার এসে গেল নয়া অ্যাপ, হোয়ার ইজ মাই বাস!

ট্রেন কখন আসবে সেই সংক্রান্ত বিষয়ে জানার জন্য যাত্রীদের কাছে বড় মাধ্য়ম হল হোয়ার ইজ মাই ট্রেন অ্য়াপ। এক ক্লিকেই জানা যায় কোথায় রয়েছে ট্রেন

Must read

ট্রেন কখন আসবে সেই সংক্রান্ত বিষয়ে জানার জন্য যাত্রীদের কাছে বড় মাধ্য়ম হল হোয়ার ইজ মাই ট্রেন অ্য়াপ। এক ক্লিকেই জানা যায় কোথায় রয়েছে ট্রেন। এবার কলকাতার বাসের (Kolkata Bus) ক্ষেত্রে একই পদ্ধতি অবলম্বন করা হল। Where is my bus অ্য়াপ কার্যকরী হল এবার। শনিবার রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এই অ্যাপের উদ্বোধন করেন। পরিবহণ দফতর ও তথ্য প্রযুক্তি দফতরের যৌথ উদ্যোগে এই অ্য়াপ তৈরি করা হয়েছে। বাস কোথায় রয়েছে সেটা জানা আরও সহজে করতেই এই উদ্যোগ।

আরও পড়ুন-পাকিস্তানের মিথ্যাচার ফাঁস ভারতীয় সেনার

তবে কলকাতার সব বাস কোথায় রয়েছে সেটা এই অ্যাপের মাধ্যমে জানা যাবে সেটা একেবারেই নয়। প্রাথমিকভাবে ১৬টি রুটের ৬০টি বাসকে এই অ্যাপের আওতায় আনা হচ্ছে। পরে কলকাতার সমস্ত এসি বাসের অবস্থান এই অ্যাপের মাধ্য়মে জানা যাবে। এরপর বেসরকারি বাসকে এই অ্যাপের আওতায় নিয়ে আসা হবে। এই অ্যাপের মাধ্য়মে বাস কোথায় রয়েছে সেটা জানা যাবে শুধু নয় বাসটি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত স্পিডে যাচ্ছে কি না সেটাও বোঝা যাবে। এই অ্যাপের মাধ্যমে টিকিট কাটারও ব্যবস্থা রয়েছে। বাসটি নির্দিষ্ট সময়ে আসবে কিনা সেটাও জানা যাবে। সব মিলিয়ে সাধারণ মানুষের জন্য এই পদ্ধতি যে বেশ উপকারী হতে চলেছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই।

Latest article