হুগলি জেলায় একটা ভাল আর্ট গ্যালারির (art gallery) চাহিদা অনেক দিনের। অবশেষে তা পূরণ হল শনিবার। চন্দননগরে উদ্বোধন হল শীতাতপ নিয়ন্ত্রিত আর্ট গ্যালারি (art gallery)। ‘অবনীন্দ্র শিল্প প্রদর্শশালা’ নামে এই গ্যালারির উদ্বোধন করেন চিত্রকর যোগেন চৌধুরী। উপস্থিত ছিলেন মন্ত্রী ও চন্দননগরের বিধায়ক ইন্দ্রনীল সেন, মেয়র রাম চক্রবর্তী,পুর কমিশনার স্বপন কুণ্ডু সহ বিশিষ্টরা। শনিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক উদ্বোধনের পর রবীন্দ্রভবনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, চন্দননগর সহ গোটা জেলার শিল্পীদের দীর্ঘদিনের চাহিদা ছিল একটি প্রদর্শশালার। এদিন সেই চাহিদা পূরণ হল। বাংলা তথা দেশের বিখ্যাত শিল্পীদের ৪০টি বিরল ছবি এবং শিল্প কর্মের প্রদর্শনীর মধ্য দিয়ে পথ চলা শুরু করল ‘অবনীন্দ্র শিল্প প্রদর্শশালা’। প্রত্যেকদিন দুপুর ২টো থেকে প্রদর্শশালা খোলা থাকবে সন্ধ্যা ৮টা পর্যন্ত। অনেক কম খরচে শিল্পীরা তাঁদের প্রদর্শনী করতে পারবেন। ন্যূনতম সাতদিন পর্যন্ত প্রদর্শনী করা যাবে। খরচ ধার্য করা হয়েছে গোষ্ঠীর জন্য দিনে ২ হাজার টাকা। হুগলি জেলার মধ্যে চন্দননগর রবীন্দ্রভবন মূলত অন্যতম শিল্প সংস্কৃতির পীঠস্থান হিসেবেই পরিচিত। তাই শিল্প প্রদর্শশালার জন্য এই জায়গাকেই বেছে নেওয়া হয়েছে। আগামী দিনে রাজ্যের প্রত্যেক জেলায় রবীন্দ্রভবন সংলগ্ন এলাকায় এই রকম প্রদর্শশালা তৈরি করার উদ্যোগ নেওয়া হবে। একইসঙ্গে এদিন, চন্দননগর রবীন্দ্রভবনে প্রয়াত সঙ্গীতশিল্পী হেমন্ত মুখোপাধ্যায়, কিশোর কুমার, মান্না দে, শচীন দেববর্মন এবং রাহুল দেববর্মনের স্মরণে দু’দিনের সঙ্গীত সন্ধ্যারও আয়োজন করা হয়। এদিন সঙ্গীত পরিবেশন করেন, শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রাঘব চট্টোপাধ্যায়, মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ অন্যান্যরা।
আরও পড়ুন- পাঞ্জাবে বিবাদ চরমে: রাষ্ট্রপতি শাসনের হুমকি রাজ্যপালের!