বঙ্গ

নবজোয়ার এখন জনজোয়ার : অভিষেক

প্রতিবেদন : বৃহস্পতিবার কেতুগ্রামের জনসভা থেকে বিজেপির বিরুদ্ধে আবারও তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুঝিয়ে দিলেন, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে যতই এজেন্সি-রাজনীতি করুক না কেন, এক ইঞ্চি জমি ছাড়বে না তৃণমূল কংগ্রেস। লড়াই হবে চোখে চোখ রেখে। অভিষেকের কথায়, এত ইডি-সিবিআই লাগিয়েছে৷ কী করেছে! ক্যাঁচকলা।

আরও পড়ুন-নিশীথকে মিছিলে জবাব উদয়নের

এদিন একইসঙ্গে তিনি মণিপুরের আইনশৃঙ্খলা ও মণিপুরবাসীর সার্বিক নিরাপত্তা নিয়েও মোদি-শাহকে একহাত নিয়েছেন। তাঁর কথায়, সকাল থেকে রাত মণিপুরে কারফিউ৷ আগুন জ্বলছে৷ আধা সামরিক বাহিনী মোতায়েন করতে হয়েছে। মানুষ ফোন করতে পারছে না। টিভি দেখতে পাচ্ছে না। তাঁদের জীবনের নিরাপত্তা নেই। এটাই হচ্ছে ডবল ইঞ্জিন সরকারের নমুনা। বৃহস্পতিবার তৃণমূলে জনজোয়ার কর্মসূচি ১৮ দিন পেরোল। এদিন বীরভূম থেকে পূর্ব বর্ধমানে প্রবেশ করেন তিনি। চলে রোড-শো, জনসভা, রাধাগোবিন্দ মন্দির-দর্শন ও পুজো। নবজোয়ার কর্মসূচির সাফল্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে লিখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার কিলোমিটার পথ অতিক্রম করে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে তাঁদের আশীর্বাদ-ভালবাসা পেয়েছে। আরও পথচলা বাকি রয়েছে। এই অসাধারণ সাফল্যের জন্য আমার অন্তরের অন্তস্তল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন রইল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য। তৃণমূলে নবজোয়ার কর্মসূচির মধ্যে দিয়ে বাংলার আপামর জনসাধারণকে আশ্বস্ত করতে চাই বাংলাকে। আমরা সকলে মিলে এক অন্য উচ্চতায় নিয়ে যাব।
এদিন অভিষেক বলেন, নবজোয়ার এখন থেকে জনজোয়ার হয়ে গেছে৷ মানুষ জনজোয়ার করে দিয়েছে৷ বিরোধীরা কটাক্ষ করে বলেছিল ৬ দিন থেকে দেখাক। আজ ১৮ দিন হয়ে গেল। আরও ৪০ দিন রাস্তায় থাকব।

আরও পড়ুন-নিশীথকে মিছিলে জবাব উদয়নের

তাঁর সংযোজন, মানুষের স্বতঃস্ফূর্ততা ও আবেগ যেভাবে লক্ষ্য করা যাচ্ছে তাতে ২০২৬ সালে আরও বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে।
পূর্ববর্ধমান জেলায় ১৬-০ করে দেওয়া হয়েছে। কোনও জেলা পারেনি। এমনকী দক্ষিণ ২৪ পরগনা জেলায় একটা আসন হেরেছি। এই জেলায় জনগণ বিজেপিকে ল্যাজেগোবরে করে পাঠিয়ে দিয়েছে। গণতন্ত্রে মোদি-অমিত শাহ-জে পি নাড্ডা-দিলীপ ঘোষ শেষ কথা বলবে না। মানুষই শেষ কথা বলবে। সাফ কথা অভিষেকের। এখানেই না থেমে তিনি বলেন, আগামী দিন খুব কঠিন। আপনাদের দলের কথা ভাবার দরকার নেই৷ নেতার কথা ভাবার দরকার নেই৷ যে কাজ করবে তাকেই ভোট দিন। ওরা লাগাক না ইডি-সিবিআই। তৃণমূল কংগ্রেস শেষ রক্তবিন্দু অবধি লড়বে। এক ইঞ্চি ছেড়ে কথা বলব না। তৃণমূল কংগ্রেস গণতান্ত্রিকভাবে লড়াই করছে। বাকিরা সব ঘরে ঢুকে গেছে। মোদিকে কটাক্ষ করে বলেন, ভারতের প্রধানমন্ত্রী হয়ে গেছো বলে হাতির পাঁচ পা দেখেছো। দুটো পা-ই আকাশে!

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

4 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

4 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

4 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

4 hours ago