নতুন বই

বাংলা প্রকাশনা-জগতে নতুন ‘মান্দাস’। একবুক স্বপ্ন নিয়ে সাজিয়ে বসেছে বইপাড়ায়। প্রকাশ করেছে প্রথম বই, জয় গোস্বামীর ‘কঙ্কাল’। কী আছে বইটিতে?

Must read

বাংলা প্রকাশনা-জগতে নতুন ‘মান্দাস’। একবুক স্বপ্ন নিয়ে সাজিয়ে বসেছে বইপাড়ায়। প্রকাশ করেছে প্রথম বই, জয় গোস্বামীর ‘কঙ্কাল’। কী আছে বইটিতে? পাতায় পাতায় আগুন। এইবছরই স্বাধীনতার ৭৫ বছর। পাশাপাশি গুজরাত দাঙ্গা কুড়ি বছরে পা দিল। দুই ফর্মার বইটি কুড়ি বছর আগের সেই কলঙ্কিত অধ্যায়কে আরও একবার মনে করায়। যে ঘটনা মনের মধ্যে সৃষ্টি করেছিল গভীর ক্ষত। ১২ জুলাই, কলেজ স্ট্রিটে মান্দাস-এর বইবিপণিতে বইটি প্রকাশ করেন রাহুল পুরকায়স্থ। ছিলেন অভীক মজুমদার, সুকল্প চট্টোপাধ্যায় প্রমুখ। কবিতাপাঠ করেন জয় গোস্বামী।

আরও পড়ুন-দেশের চার কোটি মানুষ করোনার প্রথম ডোজই নেয়নি, বলল কেন্দ্র

রাজীব শ্রাবণের বই ‘সংস্কৃত চর্চায় বিবেকানন্দ’। প্রকাশিত হয়েছে নিউ ভারত সাহিত্য কুটির থেকে। বইটি পাঠ করে জানা যায়, সংস্কৃত ভাষা ও সাহিত্যের প্রতি স্বামী বিবেকানন্দের অমোঘ আকর্ষণ আবেগমথিত ছিল না। হননি মোহাবিষ্ট। সংস্কৃত ভাষাকে তিনি উন্নত ও রুচিশীল ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। পাশাপাশি চেয়েছিলেন বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে যেন ভারতবাসীরা সংস্কৃত চর্চা করে, শিক্ষাক্রমেও ব্যবহার হোক দেবভাষা। মূলত এই বিষয়গুলো সামনে রেখে রচিত ১১টি প্রবন্ধ স্থান পেয়েছে বইটিতে। বইটি প্রকাশ করে প্রকাশক পঙ্কজ বসাক ধন্যবাদার্হ। দাম ১০০ টাকা।

আরও পড়ুন-হাইওয়ে সম্প্রসারণ নিয়ে কেন্দ্রের নীতি পরিবর্তন

অক্ষরবৃত্ত প্রকাশনা থেকে বেরিয়েছে সংহিতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার বই ‘আইরিশ কফি, অচেনা রুমাল’। ৭২ পৃষ্ঠার বইটিতে আছে ৫৫টি কবিতা। নয়ের দশকের এই কবির উচ্চারণ স্বতন্ত্র। তৈরি করেছেন নিজস্ব কাব্যভাষা। শীত-বসন্তের পাশাপাশি তাঁর লেখার বিষয় হয়ে ওঠে শ্বাপদ, বেড়াল। কবিতার মধ্যে হুড়মুড়িয়ে ঢুকে পড়ে সেলফি, ফেসবুক, কফিশপ। এককথায় তিনি সময়ের প্রতিনিধি। প্রেমের পাশাপাশি বলেন প্রেমহীনতার কথা। তোলপাড় মনের মধ্যে টের পান তুমুল বন্যার উপস্থিতি। বইটি সংগ্রহযোগ্য। প্রচ্ছদ শিল্পী সৌজন্য চক্রবর্তী। দাম ১৫০ টাকা। অংশুমান চক্রবর্তী।

Latest article