নয়া ভবন মালবাজার মহকুমা আদালতের

২০০৩ সালের ২২ ডিসেম্বর মালবাজার শহরের দক্ষিণ কলোনির ৯ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে প্রথম ফাস্ট ট্র্যাক কোর্টের চলা শুরু হয়।

Must read

সংবাদদাতা, জলপাইগুড়ি : মালবাজার মহকুমা আদালত পেল নয়া ভবন। বৃহস্পতিবার ভবনটির উদ্বোধন করেন কলকাতা উচ্চ আদালতের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু। অনুষ্ঠান মঞ্চে প্রদীপ প্রজ্বলন করে এবং আদালত ভবনের ফলক উন্মোচন করে মহকুমা আদালতের নতুনভাবে যাত্রা শুরু করেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর নির্দেশে সাজছে ইন্ডোর স্টেডিয়াম

সাথে উপস্থিত ছিলেন জেলাশাসক শামা পারভিন, পুলিশ সুপার উমেশ গণপত খান্ডবাহালে, সুপারিন্টেনডেন্ট ইঞ্জিনিয়ার রাজীব সরকার-সহ অন্যরা। ২০০৩ সালের ২২ ডিসেম্বর মালবাজার শহরের দক্ষিণ কলোনির ৯ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাড়িতে প্রথম ফাস্ট ট্র্যাক কোর্টের চলা শুরু হয়। পরবর্তীতে ২০১৩ সালে সেই ফার্স্ট ট্র্যাক কোর্টকে উন্নীত করা হয় অতিরিক্ত জেলা দায়রা আদালতে। পরবর্তীতে দীর্ঘদিন ধরেই স্থায়ী আদালত ভবনের দাবি উঠতে শুরু করে বিভিন্ন মহলে। আদালত সূত্রে জানা গিয়েছে,‌ শুধুমাত্র ‌পকসো মামলা বিচারাধীন রয়েছে ১৩০০টি। সেক্ষেত্রে এই মহকুমা আদালত সম্পূর্ণরূপে চালু হওয়ার পর অল্প সময়ে মামলাগুলি নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সেশন জজ ও পকসো কোর্টের কাজ শুরু হবে এই ভবনেই। পরবর্তীতে অ্যাসিস্ট্যান্ট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতের কাজ শুরু হবে ৬ মাসের মধ্যেই। প্রাথমিকভাবে ১৩ বিঘা জমি চিহ্নিত করা হয়েছে মহকুমা আদালতের জন্য। জেলা পরিষদের পুরনো ভবনটি সম্পূর্ণ ভেঙে সেখানে তৈরি করা হবে‌ নতুন আদালতের ভবন। তৈরি হবে বিচারকদের বাসভবন, স্টাফ কোয়ার্টার সহ বিভিন্ন ভবন।

Latest article