নতুন ভবন : কেন্দ্রকে প্রশ্ন জহরের

এমন ঐতিহাসিক সংসদভবনকে ব্রাত্য করে ১,২০০ কোটি টাকায় নতুন সংসদভবন নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন আমলা তথা তৃণমূল সাংসদ জহর সরকার

Must read

প্রতিবেদন : কিছুদিনের মধ্যেই উদ্বোধন হতে চলেছে মোদি সরকারের তৈরি নতুন সংসদভবন। তার আগে সেন্ট্রাল ভিস্টা প্রকল্পের আওতায় তৈরি এই ভবন নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ জহর সরকার। তার অভিযোগ, নতুন ভবনের উদ্বোধনের আগেও এ বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে সাংসদরা। অথচ ব্রিটিশ আমলে তৈরি হওয়া শতাব্দীপ্রাচীন সংসদভবন ঘটনাবহুল বহু ইতিহাসের সাক্ষী।

আরও পড়ুন-কেন্দ্রের বাজেট থেকে আমাদের প্রত্যাশা কম

সেন্ট্রাল হলে তৈরি হয়েছে দেশের সংবিধান। এমন ঐতিহাসিক সংসদভবনকে ব্রাত্য করে ১,২০০ কোটি টাকায় নতুন সংসদভবন নির্মাণের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন আমলা তথা তৃণমূল সাংসদ জহর সরকার। তাঁর কথায়, এই বিপুল খরচের টাকায় দারিদ্রসীমার নিচে থাকা ৩০ কোটি ভারতবাসীকে ভাল রাখা যেত। কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী ব্রিটিশ আমলে তৈরি ভবনের অসুরক্ষার প্রশ্ন তুলেছিলেন। এই প্রসঙ্গে তৃণমূল সাংসদের প্রশ্ন, তাহলে ব্রিটিশ আমলে তৈরি দেশের সব পরিকাঠামোই ভেঙে দেওয়া হবে? কেন্দ্রীয় সরকার পরস্পরবিরোধী ভূমিকা নিচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি।

Latest article