বারুইপুরে নয়া বাসরুট চালু

শুধু বারুইপুর নয়, সোনারপুর, জয়নগর, কুলতলি, ক্যানিং-এর মতো সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারাও এর ফলে উপকৃত হবেন।

Must read

সংবাদদাতা, বারুইপুর : নারীদিবসে নতুন চারটি বাস রুট উপহার পেল বারুইপুরবাসী। বারুইপুর থেকে সরাসরি শিলিগুড়ি, তারাপীঠ যাওয়ার ভলভো সার্ভিস ও হাওড়া স্টেশন, বারাসত পর্যন্ত আরও দুটি রুট-সহ মোট চারটি রুট চালু হল এদিন। এই চার রুটে সরকারি বাস পরিষেবার উদ্বোধনে উপস্থিত ছিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। বারুইপুরের ফুলতলায় এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সর্দার। এই চার রুটের বাস পরিষেবা চালু হওয়ায় উপকৃত হবেন এলাকার বাসিন্দারা।

আরও পড়ুন-বৈঠকে অনুব্রত-প্রশাসন কাজ শুরু হল দেউচায়

শুধু বারুইপুর নয়, সোনারপুর, জয়নগর, কুলতলি, ক্যানিং-এর মতো সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারাও এর ফলে উপকৃত হবেন। সামনেই গরমের ছুটি। ট্রেনে টিকিট পাওয়ার সমস্যা। এই বাস পরিষেবা চালু হওয়ায় এইসব এলাকা থেকে সরাসরি উত্তরবঙ্গ বা তারাপীঠ, শান্তিনিকেতন যাওয়ার ক্ষেত্রে অনেক সুবিধা হবে স্থানীয় যাত্রীদের। আজ রবিবার থেকে এই বাস পরিষেবা শুরু হবে। অনলাইনেও পাওয়া যাবে টিকিট। বারুইপুর থেকে শিলিগুড়িগামী বাস ছাড়বে বিকেল ৫টায়। ফেরার জন্য শিলিগুড়ি থেকে বাস মিলবে সন্ধ্যা সাড়ে সাতটায়। ভাড়া ১৩৯৫ টাকা। এর পাশাপাশি বারুইপুর থেকে তারাপীঠ ভায়া বোলপুর, সিউড়ি যাওয়ার এসি ভলভো বাস মিলবে সকাল দশটায়। ফেরার জন্য তারাপীঠ থেকে ছাড়বে সকাল ৭.৪৫ মিনিটে। এই বাসই বোলপুর থেকে বারুইপুরের জন্য ছাড়বে সকাল সাড়ে দশটায়।

Latest article