খেলা

রাহুলদের সামনে আজ নতুন চ্যালেঞ্জ

জোহানেসবার্গ, ১৬ ডিসেম্বর : ওয়ান্ডারার্স দিন তিনেক আগে সত্যিই বিস্ময় জাগিয়েছিল। ফাস্ট বোলারদের চিরকালীন দুর্গে অতর্কিতে কুলদীপ ঢুকে পড়ে সতেরো বলে মার্করামদের দফারফা করে দিয়েছিলেন!
তৃতীয় টি-২০ ম্যাচে মাঠে আলো জ্বলে ওঠার পর কী করে বল এতটা ঘুরল সেটা একটা আস্ত রহস্য। ঠিক সেই মাঠেই আজ প্রথম একদিনের ম্যাচ। কুলদীপদের সামনে আরও একটা অসহায় আত্মসমর্পণের মতো ঘটনা ঘটবে কি না সেটা এখন চর্চার বিষয়।

আরও পড়ুন-জাপান নিয়ে বই

টি-২০ সিরিজে খেললেও একদিনের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রবীন্দ্র জাদেজাকে। কিন্তু ওয়াশিংটন সুন্দর ও অক্ষর প্যাটেল দলে যোগ দিয়েছেন। বিজয় হাজারে ট্রফিতে ধুন্ধুমার বল করে চাহালও এখন রাহুল দ্রাবিড়দের সংসারে। কিন্তু প্রথম একদিনের ম্যাচে কুলচা জুটিকে একসঙ্গে দেখা যাবে বলে মনে হয় না। চাহালকে সম্ভবত বাইরে রেখে খেলতে নামবে ভারত।
তবে শুক্রবারই একদিনের দল একসঙ্গে হওয়ার পর জমিয়ে নেট সেশন করেছেন ভারতীয় ক্রিকেটাররা। বিসিসিআই সেই ভিডিও পোস্ট করেছে। তাতে রাহুল, অক্ষর, অর্শদীপ ও চাহালকে দেখা কাছে। এঁদের মধ্যে একমাত্র অর্শদীপ টি-২০ সিরিজে ছিলেন। বাকিরা পরে এলেন একদিনের সিরিজের জন্য।
কে এল রাহুল বিশ্বকাপের পর লম্বা বিশ্রামে ছিলেন। এখানে তাঁর হাতেই দলের দায়িত্ব। তিনি উইকেটের পিছনে দাঁড়ালে সঞ্জু স্যামসনের কোনও আশা নেই। জাদেজার সঙ্গে শুভমনও এই সিরিজে নেই। যশস্বীও তাই। ফলে দল বাছতে বসে সমস্যায় পড়তে হবে টিম ম্যানেজমেন্টকে। তিলক হয়তো তিনে আসবেন। চার ও পাঁচে আসতে পারেন শ্রেয়স ও রাহুল।

আরও পড়ুন-ফের বাম আমলে নিয়োগে বড়সড় অনিয়ম, হোমিওপ্যাথি কলেজেও জাল ডাক্তার

পরিসংখ্যান বলছে এই মাঠে আগে ৫১টি একদিনের ম্যাচ হয়েছে। তাতে প্রথমে ব্যাট করা দলের গড় রান ২৪০। ওটা রবিবারের মাচে ২৮০-২৯০ হতে পারে। কিন্তু হাওয়া অফিস জানিয়েছে, ম্যাচের দিন সকালে ঝড়বৃষ্টি হতে পারে। পরে বৃষ্টি তেমন না হলেও আকাশ মেঘলা থাকবে। এরকম আবহাওয়া জোরে বোলারদের সুবিধা দেবে। কিন্তু দুটো দলই কার্যত সেকেন্ড টিম নিয়ে এই সিরিজে নামছে।
ভারতের মতোই একঝাঁক নতুন মুখ নিয়ে শনিবার মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। ক্লাসেন, মিলার, ডুসেনরা যেমন আছেন, তেমনই আছেন লিজাড উইলিয়ামস, ওটিনেন বার্টম্যান, নন্দ্রে বার্গার, কাইল ভেরেনাইনের মতো নতুনরা। তবে রাবাডা ও এনগিডির অভাব টি-২০ সিরিজে পরিলক্ষিত হয়েছে। এঁদের কেউ এই সিরিজে নেই। ফলে ডুসেন ও ফেলুকায়োর উপর বাড়তি চাপ এসে পড়েছে। বল আগের ম্যাচে মতো ঘুরলে সামসি ও কেশব মহারাজ আছেন। আগের দিনের উইকেটে একটা গ্রিপ ছিল। স্পিনাররা টার্ন পেয়েছিলেন। এই ম্যাচে সেই উইকেটে খেলা হয় কি না সেটাই এখন দেখার। পাশাপাশি আরও উইকেট রয়েছে। আগের ম্যাচের চেহারা দেখে স্থানীয় দল অন্য উইকেট বেছে নিতে পারে।

আরও পড়ুন-অপারেশন পুস্তক

শেষবার একদিনের ম্যাচে এই দু’দল মুখোমুখি হয়েছিল কলকাতায় বিশ্বকাপের ম্যাচে। ভারত জিতেছিল ২৪৩ রানে। বিরাট কোহলি একদিনের ক্রিকেটে ৪৯তম সেঞ্চুরি করেছিলেন। সুতরাং মাথার উপর এই চাপ নিয়েই রবিবার ওয়ান্ডারার্সে নামতে হবে দক্ষিণ আফ্রিকাকে।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

1 hour ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago