প্রতিবেদন : মুখ্যসচিব পদে দায়িত্বে আসার পর সমস্ত দফতরের সচিব ও জেলাশাসকদের সঙ্গে বৈঠক করলেন মনোজ পন্থ। প্রশাসনিক পরিষেবা নিয়ে আধিকারিকদের কাছে বিশেষ আর্জি জানালেন তিনি। যাতে মানুষের মধ্যে ক্ষোভ, অভিযোগ তৈরি না হয়, বুধবারের বৈঠকে সকলকে তা নিশ্চিত করতে বলেন মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant)।
তিনি জানান, যে কোনওরকম সমস্যা এবং বিপদ নিয়ে মানুষ এলে, তাঁদের পাশে দাঁড়াতে হবে। সরকারের জনহিতকর প্রকল্পের সুবিধা সব উপভোক্তারা ঠিক মতো পাচ্ছেন কি না, তা নজরে রাখতে হবে। ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার প্রকল্প জরুরি ভিত্তিতে শেষ করতে হবে। ওই বৈঠকেই আবাসযোজনা নিয়ে ফের সমীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। ২০২৩-এ এই সমীক্ষা হয়েছিল। তা আরও একবার করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব।
উল্লেখ্য, কেন্দ্র এই প্রকল্পে টাকা না দিলে রাজ্যই দেবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী কী প্রকল্প রূপায়ণ বাকি আছে, তার বিস্তারিত তথ্য চেয়েছেন মুখ্যসচিব। সচিবদের জুনিয়র ও সিনিয়রের মধ্যে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। যাতে প্রশাসনিক কাজে ভুল-ত্রুটি না হয়, সেদিকে কড়া নজর রাখতে হবে।
আরও পড়ুন- অস্ত্রোপচার কমেছে ৫০%, রোগী ভর্তি ২৫%, রিপোর্ট মুখ্যমন্ত্রীকে