নতুন ক্রিকেট স্টেডিয়াম

Must read

সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর : জেলার প্রাচীন অরবিন্দ স্টেডিয়ামে সব ধরনের খেলা হলেও রাজ্যস্তরের ক্রিকেট প্রতিযোগিতার উপযুক্ত ছিল না। ফলে এতদিন মেদিনীপুরবাসীর আক্ষেপ ছিল এ নিয়ে। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জেলায় হতে চলেছে অত্যাধুনিক এক ক্রিকেট স্টেডিয়াম। মেদিনীপুর শহরের উপকণ্ঠে খাসজং মৌজায় গড়ে উঠবে স্টেডিয়ামটি। শনিবার জমি পরিদর্শন করেন বিধায়ক উত্তরা সিংহ হাজরা, বনভূমি কর্মাধ্যক্ষ নেপাল সিং, মহকুমা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক সঞ্জিত তোরই, সংস্থার সদস্য বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুজয় হাজরা, সুতীর্থ সাউ, সুদীপ হাজরা প্রমুখ। খুব শিগগিরই নতুন এই স্টেডিয়ামের প্রস্তাবিত জমি প্রশাসন হস্তান্তর করবে জেলা ক্রীড়া সংস্থার হাতে। রাজ্য সরকারের অনুমোদনের চিঠিও এসে গিয়েছে। জেলা কমিটির চেয়ারম্যান বলেন, মেদিনীপুর শহরের উপকণ্ঠে প্রস্তাবিত স্টেডিয়ামটির খুবই প্রয়োজন ছিল। সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় দু’বছর আগে অরবিন্দ স্টেডিয়ামে এসে এই বিষয়ে উৎসাহ প্রকাশ করেন। তবে জমিজটে এতদিন বাস্তবায়ন আটকে ছিল। এবার জেলা প্রশাসন জেলা ক্রীড়া সংস্থার হাতে প্রায় ৬ একর জমি তুলে দেবে বলে জানান সুজয় হাজরা। তিনি বলেন, খুব শিগগিরই জেলার মানুষের স্বপ্নপূরণ হতে চলেছে মুখ্যমন্ত্রীর উদ্যোগে। আমরা খুশি।

আরও পড়ুন-রাজ্যের মানবিক উদ্যোগ, বৃদ্ধাশ্রমে দুয়ারে সরকার

Latest article