কলকাতা পুলিশের ধাঁচে এবার সাইবার অপরাধ রুখতে রাজ্য পুলিশেও (West Bengal Police) চালু হচ্ছে পৃথক সাইবার অপরাধ বিভাগ। ইতিমধ্যেই এডিজি পদ মর্যাদার আইপিএস আধিকারিক হরিকিশোর কসুমাকারকে এই উইং পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। নিউ টাউনে নবগঠিত রাজ্য পুলিশের সাইবার অপরাধ বিভাগের দফতর তৈরি হবে। আপাতত রাজ্য পুলিশের (West Bengal Police) অন্যান্য বিভাগ থেকে এখানে কর্মী নিয়োগ করা হবে। মূলত, কম্পিউটারে দক্ষ এবং এই নতুন উইংয়ে কাজ করতে আগ্রহীদের নিয়োগ করা হবে। ডি এস পি, ইন্সপেকটর, এস আই, এ এস আই, কনস্টেবল পদে নিয়োগ হবে। রাজ্যের সব জেলাতেই এই সাইবার ক্রাইম উইংয়ের শাখা থাকবে। যেখানে থাকবেন প্রশিক্ষিত গোয়েন্দারা। নিউ টাউনের সদর দফতরে কন্ট্রোল রুমের পাশাপাশি সাইবার ল্যাব, হেল্প লাইন চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখান থেকেই জেলার সাইবার অপরাধ শাখার সঙ্গে সমন্বয় রাখা হবে। এরফলে রাজ্যের প্রত্যন্ত এলাকার বাসিন্দারা উপকৃত হবেন বলে মনে করছে রাজ্য সরকার। তাঁদের অভিযোগ জানাতে ভবানী ভবনে ছুটে আসতে হবে না। পাশাপাশি রাজ্য পুলিশের এলাকাতেও সাইবার অপরাধ মোকাবিলা করা সহজতর হবে।
আরও পড়ুন: আগামিকাল কলকাতায় আসছেন রাষ্ট্রপতি, থাকবেন মাত্র কয়েক ঘণ্টা