প্রতিবেদন : সন্দেশ ঝিঙ্গানের আপৎকালীন পরিবর্ত খুঁজে নিল এটিকে মোহনবাগান। গত মরশুমে সুদেবা এফসি’র হয়ে আই লিগে নিয়মিত খেলা স্টপার গুরসিমরত সিং গিলকে সই করাল হাবাসের দল। তবে স্বল্পমেয়াদের চুক্তিতে ২৩ বছরের পাঞ্জাবি ডিফেন্ডারকে নিল সবুজ-মেরুন। জানুয়ারির ফিফা উইন্ডোতে আরও ভাল মানের ভারতীয় সেন্টার ব্যাক সই করানোর চেষ্টা করবে সবুজ-মেরুন ম্যানেজমেন্ট।
সুদেবা এফসি-তে খেলার আগে আইএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে গুরসিমরতের। ২০১৬-১৭ মরশুমে বেঙ্গালুরু এফসি-র হয়ে মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পান। এরপর নর্থ ইস্ট ইউনাইটেডের হয়ে ২০১৭-১৮ মরশুমে কিছু ম্যাচ খেলেন। পরের মরশুম ফের বেঙ্গালুরুতে কাটিয়ে যোগ দিয়েছিলেন দিল্লির সুদেবা এফসি-তে। এবার সবুজ-মেরুন জার্সিতে নতুন চ্যালেঞ্জ গুরসিমরতের।
আরও পড়ুন-রিখটার স্কেলে ৬.৫, ভোররাতে প্রবল কম্পনে আতঙ্ক তাইওয়ানে
এদিকে, নতুন হোটেল বদলে ৮ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে বলে এফসি গোয়ার বিরুদ্ধে দু’টি প্রস্তুতি ম্যাচ স্থগিত রাখল এসসি ইস্টবেঙ্গল। কোয়ারেন্টিন পর্ব শেষ করে অনুশীলনে নামতে দেরি হবে। তাই ৪ ও ৫ নভেম্বরের দু’টি প্রস্তুতি ম্যাচ পরে খেলতে পারে মানোলো দিয়াজের দল।