চালকের তৎপরতায় অল্পের জন্য রক্ষা পেল দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস

Must read

করমণ্ডল বিপর্যয়ের রেশ কাটিয়ে উঠার আগেই ফের বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে চলেছিল দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস (New Delhi-Bhubaneswar Rajdhani Express)। চালকের তৎপরতায় অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেয়েছে এই ট্রেন। বালেশ্বরের ট্রেন দুর্ঘটনার পর এদিনের ঘটনায় আরও একবার রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার সাঁওতালডি এলাকায়। জানা গিয়েছে, সোমবার সন্ধ্যার মুখে আদ্রা ডিভিশনের একটি লেভেল ক্রসিংয়ে লাইনের মাঝখানে বিকল হয়ে দাঁড়িয়ে যায় একটি ট্রাক্টর। অনেক চেষ্টা সত্ত্বেও ট্রাক্টরটিকে সরানো যায়নি। ওই লাইন দিয়ে নির্ধারিত সময়েই আসছিল দিল্লি-ভুবনেশ্বর রাজধানী এক্সপ্রেস (New Delhi-Bhubaneswar Rajdhani express)।

তীব্র গতিতে ছুটে আসা ট্রেনের সঙ্গে ট্র্যাক্টরের সংঘর্ষ হওয়া প্রায় ছিল অবশ্যম্ভাবী। কিন্তু শেষ মুহূর্তে ট্রেনের গতি কমিয়ে কোনওরকমে বড়সড় বিপদ এড়ান চালক।

আরও পড়ুন: ট্রেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের ১০০ ছেলেমেয়ের পড়াশোনার দায়িত্ব নিতে চলেছেন মুখ্যমন্ত্রী

Latest article