শিশুদের লিভার ও এই সংক্রান্ত অন্যান্য রোগের চিকিৎসার জন্য একটি বিশেষ বিভাগ চালু করতে চলেছে কলকাতা মেডিক্যাল কলেজ (Medical college)। আগামী ৪ এপ্রিল থেকে ‘পেডিয়াট্রিক হেপাটোলজি’ নামের এই বিভাগটি চালু হবে। হাসপাতালের শিশুরোগ এবং গ্যাস্ট্রোএন্টেরোলজি, দুই বিভাগের চিকিৎসকই এখানে থাকবেন। শিশুরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ কল্পনা দত্ত এবং গ্যাস্ট্রোএন্টেরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ কালিদাস বিশ্বাস ও অ্যাসোসিয়েট প্রফেসর ডা: ত্রম্ব্যক সামন্তর তত্ত্বাবধানে এই নতুন বিভাগটি চালু হতে চলেছে।
আরও পড়ুন-”মানসিক চাপ নেবেন না” পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর
এসএসকেএম হাসপাতালে শিশুদের লিভার বা অন্যান্য রোগের চিকিৎসার জন্য আলাদা বিভাগ রয়েছে। হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসা করাতে আসা শিশুদের মধ্যে অনেকেই লিভার সংক্রান্ত বিভিন্ন রোগে ভুগছে। কলকাতা মেডিক্যাল কলেজে অনেক শিশু আসে যারা লিভার বা এই সংক্রান্ত নানারকম রোগের শিকার। পরিস্থিতির গুরুত্ব বুঝে হাসপাতাল কর্তৃপক্ষ এই রোগের চিকিৎসার জন্য একটি আলাদা ‘ইউনিট’ বা বিভাগ খোলা প্রয়োজন মনে করেছে। থাকবে বিশেষজ্ঞ চিকিৎসক ও রোগ পরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম।