সংবাদদাতা, হলদিয়া : পূর্ব মেদিনীপুরের হলদিয়ার দুর্গাচকে ইকো হেল্থ পার্ক তৈরি করল হলদিয়া পুরসভা। বৃহস্পতিবার উদ্বোধন করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি পার্কের সৌন্দর্যায়ন ও পরিকাঠামোর ভূয়সী প্রশংসাও করেন। উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন কারামন্ত্রী অখিল গিরি, মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরি, প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র, এইচডিসি চেয়ারম্যান জ্যোতির্ময় কর, আইএনটিটিইউসির জেলা সভাপতি শিবনাথ সরকার প্রমুখ।
আরও পড়ুন-বিমানে অসুস্থ যাত্রীর মৃত্যু
পার্ক তৈরিতে খরচ হয়েছে প্রায় ১২ কোটি টাকা। বর্তমান হলদিয়া পুরবোর্ডের মেয়াদ শেষ হচ্ছে ৬ সেপ্টেম্বর। তার আগে এই পার্ককে বিশেষ উপহার হিসেবে দেখছেন পুরবাসী। ইকো হেল্থ পার্কের সঙ্গে রয়েছে আইল্যান্ড কফিশপ, রেস্তোরাঁ, সুইমিংপুল-সহ বিনোদনের যাবতীয় উপকরণ। এক বেসরকারি এজেন্সিকে লিজে দিয়েছে পুর কর্তৃপক্ষ। বিনোদন ও পর্যটনের লক্ষ্যে টয়ট্রেন, মিউজিক্যাল ফাউন্টেন ও লেজার শো যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ডাল লেকের আদলে পার্কে শিকারা বোট চালু করা হচ্ছে। ওয়াটার স্পোর্টস চালুরও পরিকল্পনা রয়েছে। শিল্প সংস্থাগুলির কনফারেন্সের ব্যবস্থা থাকবে। আইটিআই কলেজের এই দিঘিকে ঘিরে ৩০ বছর আগে প্রথম পার্ক তৈরির পরিকল্পনা হয়। কিছু কাজ হয়েও থমকে ছিল। এবার তা পূর্ণতা পেল।