কমিশনের নয়া নির্দেশ

২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডােরের সভা থেকে ভুয়ো ভোটার নিয়ে বিজেপির ষড়যন্ত্র ফাঁস করেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

প্রতিবেদন: তৃণমূলের প্রবল চাপে ভুয়ো ভোটার ধরতে এবার নতুন পদ্ধতির চালুর সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন (Election commission)। যার মোদ্দা কথা হল কোনও নির্দিষ্ট এপিক নম্বরে একাধিক ভোটারের নাম থাকলে ইআরও (ইলেক্ট্রোরাল রেজিস্ট্রেশন অফিসার) ইআরওরা তার হদিশ পাবেন।

আরও পড়ুন-পাক মদতপুষ্ট ‘ক্যু’ থেকে ওয়াকারকে বাঁচাল ভারত!

সোমবার বাংলার ডিএম, এডিএম ও ওসি ইলেকশনদের সঙ্গে বৈঠক করে এই নতুন সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। ২৭ ফেব্রুয়ারি নেতাজি ইন্ডােরের সভা থেকে ভুয়ো ভোটার নিয়ে বিজেপির ষড়যন্ত্র ফাঁস করেছিলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই দিল্লিতে ও রাজ্যে নির্বাচন কমিশনের উপর লাগাতার চাপ সৃষ্টি করেছে তৃণমূল। যার ফলস্রুতি হল মমতা বন্দ্যোপাধ্যায়র অভিযোগকে মান্যতা নিয়ে নিজেদের ভুল শুধরে নিয়ে ভুয়ো ভোটার খুঁজতে পদক্ষেপ নিতে বাধ্য হল নির্বাচন কমিশন।

Latest article