প্রতিবেদন : এবার পথকুকুরদের জন্য ডগপাউন্ড (Kolkata_dog pound ও তাদের জন্মনিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন উঠল কলকাতা পুরসভায়। জবাবে স্বাস্থ্যবিভাগের মেয়র পারিষদ অতীন ঘোষ জানান, খুব শিগগিরই কলকাতায় একটি পরিবেশবান্ধব ডগপাউন্ড গড়ে তোলা হবে। উপযুক্ত জায়গার সন্ধান চলছে। বৃহস্পতিবার ধাপার কাছে জমি দেখতে যাওয়ার কথা রয়েছে পুরসভার পশুর জন্ম নিয়ন্ত্রণ কমিটির সদস্যদের। ডিসেম্বর মাসের মধ্যে ১৪৪টি ওয়ার্ডে পথকুকুরদের স্টেরিলাইজেশনের জন্য ক্যাম্প শুরু হচ্ছে।
আরও পড়ুন-ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য এবার জেলায় জেলায় জব ফেয়ার
বুধবার পুরসভার মাসিক অধিবেশনে শহরের কুকুরদের (Kolkata_dog pound) জন্য শেল্টার ও পুর-স্বাস্থ্যকেন্দ্রগুলিতে অ্যান্টির্যাবিস ভ্যাকসিনেশন সম্পর্কে জানতে চেয়ে প্রশ্ন করেন কাউন্সিলর রূপক গঙ্গোপাধ্যায়। উত্তরে অতীন ঘোষ বলেন, শহরাঞ্চলে ডগপাউন্ড গড়ে তোলার ক্ষেত্রে জায়গার অভাব রয়েছে। ইতিমধ্যেই কলকাতার দুটি জায়গায় ডগপাউন্ড গড়ে তোলা হয়েছে। দুটি মিলিয়ে মোট ২৮০টি পথকুকুরের থাকার ব্যবস্থা রয়েছে। রাস্তাঘাটে কোথায় কোথায় পথকুকুরদের খাবার খাওয়ানো যাবে, তার নিয়ে সুপ্রিম কোর্ট একটি রূপরেখা তৈরির নির্দেশ দিয়েছে। পুরসভা সেই নির্দেশ মোতাবেক ১৪৪টি ওয়ার্ডে ৪৫০টি ডাইনিং প্লেস চিহ্নিত করে সাংকেতিক চিহ্ন লাগানোর ব্যবস্থা শুরু করেছে। কলকাতা পুরসভার ১১টি অ্যান্টির্যাবিস ভ্যাকসিনেশন সেন্টার চালু আছে শহরে। ইতিমধ্যেই ৩০ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। গত ৫ বছরে কলকাতায় র্যাবিসে মৃত্যুর সংখ্যা শূন্য।
পথকুকুরদের নিয়ে কাউন্সিলর বিশ্বরূপ দে’র প্রস্তাবের উত্তরে অতীন বলেন, ২০০৭ সালে এক সমীক্ষায় দেখা গিয়েছিল, কলকাতা পুর-এলাকায় পথকুকুরের সংখ্যা ৫৫ হাজার। বর্তমানে কলকাতায় যে ডগপাউন্ডগুলি আছে, তার অবস্থাও খুব ভাল নয়। পথকুকুরদের নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমাদের অনেক খামতি আছে ঠিকই। কিন্তু আমাদের যে পরিকাঠামো আছে, তা ভারতের অন্য কোনও শহরে নেই।

