প্রতিবেদন : দেড়শো বছর পূর্তিতে এবার নতুন করে সেজে উঠল চিড়িয়াখানা (Zoo)। খুলে গেল চিড়িয়াখানার নতুন প্রবেশদ্বার। সার্ধশতবর্ষ পূর্তি উপলক্ষে মঙ্গলবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম এবং বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা প্রমুখ। ঐতিহ্যবাহী চিড়িয়াখানা জন্মদিনে পেল নতুন গেট।
আরও পড়ুন-ডাক্তারদের আন্দোলন নাটক, কটাক্ষ দিলীপের
বিশেষভাবে তৈরি করা হয়েছে দেশের অন্যতম সেরা চিড়িয়াখানার মূল ফটক। যার উপরে থাকছে হাতির মাথার অবয়ব, সঙ্গে স্লাইডিং ডোর। এদিনের অনুষ্ঠানে চিড়িয়াখানার একটি মাউস ডিয়ার ও একটি মালায়ান টাপিরকে দত্তক নেওয়ার কথাও ঘোষণা করেন বনমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে রায়বাহাদুর রাম ব্রহ্ম সান্যালের মূর্তি উন্মোচনের পাশাপাশি আলিপুর চিড়িয়াখানার দেড়শ বছরের ইতিহাস সমৃদ্ধ একটি স্মরণিকাও প্রকাশ করা হয়।