উত্তরে পর্যটনে নতুন পালক, শুরু প্যারাগ্লাইডিং

কালিম্পং জেলার অপার সৌন্দর্যের গ্রাম চুইখিমে শুক্রবার থেকে শুরু হল অ্যাডভেঞ্চার পর্যটনের এক নতুন অধ্যায় প্যারাগ্লাইডিং।

Must read

আর্থিকা দত্ত, জলপাইগুড়ি: কালিম্পং জেলার অপার সৌন্দর্যের গ্রাম চুইখিমে শুক্রবার থেকে শুরু হল অ্যাডভেঞ্চার পর্যটনের এক নতুন অধ্যায় প্যারাগ্লাইডিং। ছবির মতো সুন্দর পাহাড়ি এই গ্রাম এখন শুধু নৈসর্গিক ভ্রমণ নয়, আকাশে উড়ে পাহাড়-নদী-উপত্যকা দেখার রোমাঞ্চও উপভোগ করছেন পর্যটকরা। মালবাজারের বাগরাকোট থেকে ৭১৭ নম্বর নির্মীয়মাণ সিকিমগামী জাতীয় সড়ক ধরে লুপব্রিজ পেরোলেই পৌঁছে যাওয়া যায় চুইখিমে। সামনেই পাহাড়ের কোল ঘেঁষে সাজানো গ্রামটি এখন নতুন করে পর্যটকদের আকর্ষণ করছে।

আরও পড়ুন-সারা দ্য ব্ল্যাক

ইতিমধ্যেই এখানে গড়ে উঠেছে একাধিক হোমস্টে ও ইকো-ট্যুরিজম প্রকল্প। শুক্রবার লোয়ার চুইখিমের লিম্বুড্যারা প্যারাগ্লাইডিং স্পটে ফিতে কেটে উদ্বোধন করেন কালিম্পংয়ের বিধায়ক রুদেন সাদা লেপচা। ছিলেন জিটিএ সদস্য সঞ্চবীর সুব্বা, জিটিএ-র অ্যাডভেঞ্চার বিভাগের গ্যালবো শেরপা, পাবিংটার গ্রামপঞ্চায়েত প্রধান রবীন সুব্বা এবং চুইখিম হোমস্টে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি হোমা খাওয়াস। প্রথম দিনেই আকাশে উড়লেন পর্যটক হায়দার আলি, পাখায় ভর দিয়ে নিচে দেখলেন প্রবহমান লিস নদীর নীলস্রোত। উচ্ছ্বাসে ভরে ওঠে গোটা এলাকা। আরও কয়েকজন পর্যটকও গ্লাইডিংয়ে অংশ নেন। উদ্যোক্তারা জানান, এই নতুন অ্যাডভেঞ্চার সেন্টারে নয়জন প্রশিক্ষিত পাইলট থাকবেন, যাঁরা পর্যটকদের নিরাপদে আকাশে উড়তে সহায়তা করবেন। স্থানীয়রা খুশি, এই উদ্যোগে পর্যটনের নতুন দিগন্ত খুলবে, গ্রামীণ অর্থনীতিও চাঙ্গা হবে। পাহাড়, প্রকৃতি আর রোমাঞ্চ, সব একসঙ্গে পেতে এখন চুইখিম পর্যটকদের অবশ্য গন্তব্য।

Latest article