পানাগড়ে নয়া সার কারখানা, সিদ্ধান্ত মন্ত্রিসভার

Must read

প্রতিবেদন : সার নিয়ে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার জবাব দিতে এবার উৎপাদনে স্বনির্ভরতার পথে রাজ্য। বর্ধমানের পানাগড় শিল্পতালুকে আরও একটি নতুন সার কারখানা তৈরি হতে চলেছে। মঙ্গলবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই কারখানা তৈরির বিষয়টিতে ছাড়পত্র দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকের পরে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সাংবাদিকদের বলেন শিল্পতালুকে রাজ্য শিল্প উন্নয়ন নিগম লিমিটেডের ৩৩ দশমিক ১৮২ একর জমির উপরে মেসার্স এগ্রি সোর্স ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামে একটি বেসরকারি সার উৎপাদনকারী সংস্থা শীঘ্রই এই কারখানা গড়ে তুলবে। পানাগড়ে ইতিমধ্যেই ম্যাট্রিকস সংস্থার একটি সার কারখানা রয়েছে। নতুন কারখানা তৈরি হলে রাজ্যে সারের উৎপাদন বাড়বে। ভিন রাজ্যের সারের ওপর নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে। প্রতিবছরই পশ্চিমবঙ্গের সারের বরাদ্দ কমিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। যা নিয়ে একাধিকবার কেন্দ্রের কাছে দরবার করেছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তবে সুরাহা হয়নি। সে কারণে সার উৎপাদনে স্বনির্ভর হয়ে ওঠায় একমাত্র পথ বলে মনে করছে রাজ্য।
এছাড়াও ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য রাজ্যের চার জায়গায় নতুন ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। অর্থমন্ত্রী বলেন কোচবিহার, হাওড়া, উত্তর দিনাজপুর এবং বাঁকুড়া এক নম্বর ব্লকে এই ভবনগুলি তৈরি করা হবে। যার দুটো ফ্লোর স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য বরাদ্দ থাকবে। এই নিয়ে রাজ্যের মোট আট জায়গায় এই ধরনের ভবন তৈরির সিদ্ধান্ত নেওয়া হল। রাজ্য শিল্প উন্নয়ন কর্পোরেশন লিমিটেডকে এক টাকার বিনিময়ে ৯৯ বছরের লিজ চুক্তিতে এই ভবনগুলি দেওয়া হবে।
এছাড়াও রাজ্য মন্ত্রিসভার বৈঠকে চারটি দফতরে ৫৩টি শূন্যপদ সৃষ্টি ও পদকজয়ী ক্রীড়াবিদদের পুলিশে সরাসরি নিয়োগের নিয়মাবলি অনুমোদিত হয়েছে। ফলে রাজ্যের পদকজয়ী ক্রীড়াবিদরা সরাসরি পুলিশের সাব-ইন্সপেক্টর (আর্মস), ইন্সপেক্টর (আর্মস) এবং অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের সুযোগ পাবেন। নিয়োগ প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে।

আরও পড়ুন: কাল কলেজ স্কোয়্যার থেকে ধর্মতলায় প্রতিবাদ-মিছিল

Latest article