কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা না দেওয়ায় এবার ১০০ দিনের (100 Days of Work) কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত রাজ্য সরকার। এবার থেকে একশো দিনের কর্মীরা বিভিন্ন সরকারির দফতরে কাজ করতে পারবেন- এই মর্মে নির্দেশিকা জারি করল রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।
কেন্দ্রীয় সরকার একশো দিনের প্রকল্পের বকেয়া টাকা দিচ্ছে না এই নিয়ে কিছুদিন আগেই পশ্চিম মেদিনীপুরের প্রশাসনিক বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখানেই তাঁদের অন্য সরকারি দফতরের কাজে নেওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী। তারপরেই এই নতুন নির্দেশিকা। নির্দেশিকা অনুযায়ী, বিভিন্ন দফতরের অধীনস্থ যে প্রকল্পগুলি রয়েছে তাতে কাজ করতে পারবেন ১০০দিনের (100 Days of Work) কাজের শ্রমিকরা। এই দফতরগুলি যে হারে দৈনিক পারিশ্রমিক দেয়, সেই অনুযায়ী পারিশ্রমিক পাবেন তাঁরা৷ এই প্রকল্পের নোডাল অফিসার হিসেবে দায়িত্বে থাকবেন প্রতিটি জেলার অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট।
আরও পড়ুন: এই মাসেই ফের জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী
সরকারের কোন বিভাগে কোন জেলা বা ব্লক বা গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কর্মীরা কী কাজে যুক্ত হবেন, তার জন্য ফরম্যাট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে৷ ইতিমধ্যেই এই মর্মে জেলাগুলিকে নির্দেশ জারি করেছে রাজ্য পঞ্চায়েত দফতর৷
একশো দিনের কর্মীদের প্রায় ৫ মাস ধরে টাকা দেওয়া যাচ্ছে না কারণ কেন্দ্র বকেয়া অর্থ মেটায়নি বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর৷ সেই কারণেই ওই কর্মীদের কাজে লাগানোর পরিকল্পনা গ্রহণ করে রাজ্য সরকার। যাতে ওই প্রকল্পগুলির বরাদ্দ অর্থ থেকেই একশো দিনের কাজের সঙ্গে যুক্ত কর্মীদের টাকা দেওয়া যায়৷