প্রতিবেদন : হিমাচল প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুখবিন্দর সিং সুখু (Sukhvinder Singh Sukhu)। এদিনই উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন মুকেশ অগ্নিহোত্রী। তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল রাজেন্দ্র আরলেকর। শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, দলের নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং প্রদেশ কংগ্রেসের শীর্ষনেতারা। উপস্থিত ছিলেন প্রয়াত বীরভদ্র সিংয়ের স্ত্রী প্রতিভা সিং। এদিন রাজ্যের পঞ্চদশ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুখবিন্দর। এতদিন পর্যন্ত এই রাজ্যে কংগ্রেসের সব মুখ্যমন্ত্রীই ছিলেন উত্তর হিমাচলের বাসিন্দা। কিন্তু সুখবিন্দর সিং দক্ষিণ হিমাচলের বাসিন্দা।
আরও পড়ুন-বিএনপি সাংসদদের ইস্তফা, বিরোধীশূন্য হল বাংলাদেশ
সুখবিন্দরের (Sukhvinder Singh Sukhu) শপথগ্রহণের মধ্যে দিয়ে হিমাচলে শুরু হল কংগ্রেসের পথ চলা। হিমাচল প্রদেশ এবং গুজরাতের বিধানসভা ভোটের দিকে নজর ছিল সকলের। হিমাচল প্রদেশে কংগ্রেসের কাছে দুরমুশ হয়েছে বিজেপি। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যের ৬৮টি আসনের মধ্যে কংগ্রেস ৪০টি আসন দখল করেছে। বিজেপি সভাপতি জে পি নাড্ডার রাজ্যে বিজেপি যেভাবে মুখ থুবড়ে পড়েছে সেটা ২০২৪ লোকসভা নির্বাচন এবং আগামী বছর বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া দলের কাছে অশনি সংকেত বলে মনে করছে রাজনৈতিক মহল।