সংবাদদাতা, বাঁকুড়া : রাজ্যে নতুন শিল্প আনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টাকে স্বাগত জানিয়ে টাটার মতো সংস্থা বিষ্ণুপুরে লগ্নি করতে এসেছে। বিষ্ণুপুরের দ্বারিকা শিল্পাঞ্চলে বেশ কয়েক বছর বন্ধ থাকা একটি কারখানাকে মুখ্যমন্ত্রী নতুন করে চালুর লক্ষ্যে টাটা গোষ্ঠীর হাতে দেন। বর্তমানে সেটির মেরামতির কাজ প্রায় শেষ। রাজ্য সরকার কারখানা চালাতে পানীয় জল, নিকাশি, আলো, পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা করেছে। এছাড়াও রাজ্যের শিল্প বিকাশ কেন্দ্রের তরফে দ্বারিকায় একটি প্রশিক্ষণ কেন্দ্রেরও ব্যবস্থা হয়েছে। সেখানে সব রকমের প্রশিক্ষণ দেবে রাজ্যই।
আরও পড়ুন-আজ ভুবনেশ্বর যাচ্ছেন দিমিত্রি-কাউকোরা, সাহাল পুরো ফিট : হাবাস
পশ্চিমবঙ্গ ইন্ডাস্ট্রিয়াল ডেভলপমেন্ট কর্পোরেশনের বিষ্ণুপুর শিল্পতালুকের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার শান্তনু চট্টোপাধ্যায় বলেন, এখানে বেশ ক’টি কারখানা রয়েছে। এই মুহূর্তে টাটা গোষ্ঠীকে একটি কারখানার ভার দেওয়ার পাশাপাশি আরেকটি কারখানা খোলার কাজও চলছে। এই দুটির পর আগামী দিনে বাকি কারখানাগুলিও কীভাবে খোলা যায় তার চেষ্টা চলছে। রাজ্যের তরফে বিদ্যুতের সাবসিডি দেওয়ার জন্য বেশ কিছু শিল্প সংস্থা দ্বারিকায় প্ল্যান্ট গড়ে। কিন্তু সাবসিডি পিরিয়ড শেষ হওয়ার পর ধীরে ধীরে স্পঞ্জ আয়রন কারখানাগুলি বন্ধ হয়ে যায়। মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় বড় লগ্নি টানতে শিল্প সম্মেলনে টাটার মতো সংস্থা এখানে লগ্নি করতে রাজি হয়েছে।