‘গানের নতুন দিগন্ত খুলে গিয়েছে’ মঞ্চ থেকে নচিকেতা ও অদিতির প্রশংসা মুখ্যমন্ত্রীর

শ্রীভূমির (Sreebhumi) মঞ্চ থেকে নিজের বক্তব্যের শুরুতে নচিকেতা ও অদিতির প্রশংসায় পঞ্চমুখ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

শ্রীভূমির (Sreebhumi) মঞ্চ থেকে নিজের বক্তব্যের শুরুতে নচিকেতা ও অদিতির প্রশংসায় পঞ্চমুখ হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বলেন, ”নচিকেতা আমার খুব প্রিয় গায়ক। অদিতিকে আমি খুব ভালোবাসি। বিশেষ করে কীর্তন গানকে ও নতুন করে প্রতিষ্ঠা করেছে। আগে কীর্তন শুনতাম ভুলে যেতাম কিন্তু এখন খুবই মনে থাকে।”

আরও পড়ুন-কালীঘাটে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত বাড়িতে মুখ্যমন্ত্রী

শনিবার শহর কলকাতার ৩টি দুর্গাপুজো মণ্ডপ (Durga Puja) উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয় এবং শ্রীভূমি স্পোর্টিং। মণ্ডপ উদ্বোধনের মধ্যে দিয়ে তিনি নানা স্মৃতিচারণ করেন। আসন্ন দুর্গোৎসবের শুরুতেই শ্রীভূমির অনুষ্ঠান থেকেই গানের মাধ্যমে মনোরম পরিবেশ হল। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পরিচালনায় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে আজকের অনুষ্ঠান ‘উৎসব উৎসারিত সূচনা’র মাধ্যমে প্যান্ডেলের শুভ উদ্বোধন হল। যদিও মহালয়ার আগে মায়ের মূর্তি উদ্বোধন করেন না বলেই জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, শ্রীভূমির সাংস্কৃতিক অনুষ্ঠানের নামটিও মুখ্যমন্ত্রীর মস্তিস্ক প্রসূত।

আরও পড়ুন-ভয়াবহ সাইবার হানা ইউরোপে! বিপর্যস্ত বিমান পরিষেবা, নাকাল যাত্রীরা

এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন গায়ক নচিকেতা ও অদিতি মুন্সী এদিন মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন। কীর্তনের বাইরে ‘আলোকের এই ঝর্ণাধারা’ গাওয়ার কথা বলেন মুখ্যমন্ত্রী অদিতি মুন্সিকে। সেই গানেই নৃত্য পরিবেশিত হয় মঞ্চের পাশে। নচিকেতা শোনালেন তাঁর গানের নেপথ্যে থাকা এক গল্প। তিনি বলেন, ”দার্জিলিঙে আমরা গেছিলাম, দিদিও ছিলেন। এই গানটা মুখস্থ গেয়ে দিলেন দিদি। আমারই মুখস্থ নেই। আমার যদি না থাকে তাহলে আর কারোর মুখস্থ থাকতে পারে বলে আমি বিশ্বাস করতাম না। যদি কেউ শুনেও থাকেন গানটি মুখস্থ একেবারেই থাকবে না। কিন্তু দিদির ছিল। এরপরেই তিনি গান ধরেন,”আমি অন্ধকারের যাত্রী”।

 

Latest article