কুলতলি (Kultali) ও মৈপীঠ এলাকায় কয়েকদিনের ব্যবধানে একাধিকবার লোকালয়ে ঢুকে পড়েছে বাঘ। রীতিমত প্রাণভয়ে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এই অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় এবার নাইলনের জালের বদলে স্টিলের নেট বসানোর সিদ্ধান্ত নেওয়া হল ব্যাঘ্র প্রকল্প ও বন দফতর তরফে। আগে লোকালয়ে বাঘের উৎপাত আটকাতে নাইলনের জাল দিয়ে জঙ্গল ঘেরা হলেও সেটা একেবারেই কার্যকরী হয়নি। বর্ষাকালে ঝড়-বৃষ্টি ও জলস্রোতে জাল নিমেষের মধ্যেই ছিঁড়ে যায়। এছাড়া মৎস্যজীবীরা নদী ও খাঁড়িতে মাছ, কাঁকড়া ধরতে গেলেই অনেক সময় ওই জাল কেটে যান। সেই ফাঁক দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে লোকালয়ে বাঘ ঢুকে পড়ছে। প্রতি বছর নতুন জাল বসাতে গেলে খরচও অনেকটাই বেশি। এই সমস্যা এড়াতেই এবার যৌথ প্রয়াসে স্টিলের জাল বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মনে করা হচ্ছে ৪১ কিলোমিটার এলাকায় স্টিলের জাল বসালে বাঘ ঢুকে পড়ার সমস্যা অনেকটাই কমবে।
আরও পড়ুন-অসুস্থ বিচারপতি বিআর গাভাই, ভর্তি দিল্লির হাসপাতালে
জানা গিয়েছে, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ও জেলা বন দফতর প্রায় ১০০ কিলোমিটার জঙ্গলঘেঁষা এলাকায় এই স্টিলের জাল বসাতে চলেছে। বাঘ যেন কোনমতেই গ্রামে ঢুকতে না পারে, সেই ব্যবস্থা করতেই এই নয়া উদ্যোগ বলে জানাচ্ছেন বন দফতরের আধিকারিকেরা। স্টিলের নেট বসানোর কাজ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং শীতকালের আগেই বেশির ভাগ এলাকায় এই কাজ শেষ করার পরিকল্পনা করা হয়েছে।
প্রসঙ্গত, আগে কুলতলির বেশ কয়েকটি এলাকায় পরীক্ষামূলক ভাবে স্টিলের ফেন্সিং বসানো হয়েছিল এবং সেগুলি এখনও ভাল আছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই এই জাল লাগানোর ব্যবস্থা করা হয়েছে।