জলাতঙ্ক রোগের টিকা দেওয়ার ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা চালু হচ্ছে বেলেঘাটার আইডি (Beleghata ID) হাসপাতালে। জলাতঙ্কের মতো মারণ রোগের ক্ষেত্রে টিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইডি হাসপাতালে এই টিকা দেওয়ার ব্যবস্থা আছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে টিকার প্রথম ডোজ নেওয়ার পর অনেকেই আর পরের ডোজগুলি নিতে আসছেন না। অনেকেই তা বেমালুম ভুলেও যাচ্ছেন। এই অবস্থায় রোগীদের পরবর্তী ডোজের কথা মনে করিয়ে দিতে এবার মোবাইলে মেসেজ পাঠাবে আইডি হাসপাতাল (Beleghata ID)। মেসেজে রোগীকে ডোজের পরবর্তী দিন জানিয়ে রিমাইন্ডার পাঠানো হবে। আগামিদিনে অন্যান্য রোগের টিকার ক্ষেত্রে এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে বলেই জানা গিয়েছে। সাধারণত কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগ হয়। কুকুরে কামড়ানোর দু’ থেকে তিনমাসের মধ্যে এই রোগের লক্ষণ দেখা দেয়।