গবেষণার মানোন্নয়নে বিশ্বভারতী গ্রন্থাগারের নয়া উদ্যোগ

গবেষণার মানোন্নয়নের পাশাপাশি গবেষক-গবেষিকাদের গবেষণার কাজে উৎসাহিত করতে বিশ্বভারতী কেন্দ্রীয় গ্রন্থাগার এক অভিনব উদ্যোগ নিল।

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : গবেষণার মানোন্নয়নের পাশাপাশি গবেষক-গবেষিকাদের গবেষণার কাজে উৎসাহিত করতে বিশ্বভারতী কেন্দ্রীয় গ্রন্থাগার এক অভিনব উদ্যোগ নিল। এবার থেকে গবেষক-গবেষিকাদের নিজেদের গবেষণাকাজের উপর এবং গবেষণায় অনুসৃত পদ্ধতির উপর তাঁরা চাইলে নিজেদের বক্তব্য উপস্থাপন করতে পারবেন। এতদিন এই ধরনের কোনও সুযোগ ছিল না। এতে একদিকে যেমন গবেষক-গবেষিকারা তাঁদের উপস্থাপন-দক্ষতা বৃদ্ধির সুযোগ পাবেন, তেমনি অন্য বিষয়ের অধ্যাপক-অধ্যাপিকা, গবেষক-গবেষিকাদের সঙ্গে সমষ্টিগত আলোচনা, আন্তঃবিভাগীয় গবেষণারও সুযোগ বৃদ্ধি পাবে।

আরও পড়ুন-জিম্বাবোয়ে সফরে নেতা হলেন শুভমন

সেই লক্ষে ২৭ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটে ‘বিশ্বভারতীর গবেষক-গবেষিকাদের বক্তৃতামালা’ শিরোনামে প্রথম অধিবেশন শুরু হচ্ছে। স্কলার লেকচার সিরিজে গবেষণা-বক্তব্য উপস্থাপনে থাকছেন পল্লীশিক্ষা ভবনের কৃষিবিভাগের গবেষক সৌমেশ আচার্য। এই অধিবেশনে অনলাইনে বিশ্বভারতীর বাইরের কোনও গবেষক-গবেষিকা বা অধ্যাপক-অধ্যাপিকা চাইলে যোগদান করতে পারেন। অধিবেশন পরিচালনার ভারও থাকবে গবেষক-গবেষিকাদের উপর, যাতে কীভাবে সঞ্চালনা করতে হয় সেটাও তাঁরা রপ্ত করতে পারেন।

আরও পড়ুন-দিঘায় সৈকতের দোকানের খাবারে নজরদারি

কেন্দ্রীয় গ্রন্থাগারের এই উদ্যোগকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকা এবং গবেষকেরা সাধুবাদ জানিয়েছেন। ‘গবেষণা সহায়তা পরিষেবা’র অংশ হিসেবে বিশ্বভারতী লাইব্রেরি নেটওয়ার্কের এই পদক্ষেপ প্রথম ও মৌলিকত্বের অংশীদার বলে বিশ্বভারতী সূত্রে জানানো হয়েছে।

Latest article