দূষণ নিয়ন্ত্রণে নয়া উদ্যোগ রাজধানীতে

Must read

নয়াদিল্লি : রাজধানী দিল্লিতে বৃহস্পতিবার থেকে চালু করা হল ‘রেড লাইট অন গাড়ি অফ।’ এই অভিযানে রাস্তায় লাল আলোর সিগনালে দাঁড়ালে সব গাড়িকে স্টার্ট বন্ধ করে রাখতে হবে। উদ্দেশ্য, কিছু সময়ের জন্য জ্বালানির ব্যবহার ও গাড়ি থেকে নির্গত ধোঁয়ার দূষণ কম করা। অক্টোবরের শুরু থেকেই দিল্লিতে আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাড়তে শুরু করেছে বায়ুদূষণের মাত্রাও। বায়ুদূষণের হাত থেকে কিছুটা হলেও রেহাই পাওয়ার জন্য দিল্লি সরকারের এই অভিযান। রেড লাইট অন গাড়ি অফ এই অভিযানটি ২১ অক্টোবর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত চলবে।

আরও পড়ুন-পুজোয় রেকর্ড যাত্রী দমদম বিমানবন্দরে

সেই অনুযায়ী, দিল্লি সরকারের সমস্ত বিধায়ক জনগণকে সচেতন করতে ব্যক্তিগত স্তরে নেমে প্রচার চালাবেন বলে জানা গিয়েছে। প্রায় ২৫০০ স্বেচ্ছাসেবক কর্মীকে মোতায়েন করা হয়েছে যাতে তাঁরা প্রত্যেকটা সিগনালে লাল আলো জ্বলার সঙ্গে সঙ্গেই গাড়ির চালকদের সচেতন করতে পারেন। দিল্লি সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রত্যেক বছর শীতের শুরুতে ফসলের অবশিষ্টাংশ পোড়ানো, গাড়ি আর কারখানার ধোঁয়া থেকে দূষণের ফলে নাজেহাল অবস্থা হয় রাজধানীবাসীর। সেখানে এই ধরনের অভিযানের ফলে কিছুটা হলেও দিল্লির জনগণকে স্বস্তি দেওয়া সম্ভব হবে। প্রসঙ্গত, এর আগেও দূষণের হাত থেকে বাঁচতে দিল্লিতে জোড়-বিজোড় সংখ্যার হিসাবে গাড়ি চালানোর নিয়ম লাগু করা হয়েছিল।

Latest article