প্রতিবেদন : রাতের শহরে আরও জোরদার করা হল মহিলাদের নিরাপত্তা। অ্যাপ ক্যাবে বসানো হল লোকেশন ট্র্যাকিং ডিভাইস। এবার থেকে চালক রুট পরিবর্তন করলে কিংবা গন্তব্যের আগে কোথাও দাঁড়িয়ে পড়লেই হেল্পলাইন নম্বর থেকে ফোন করা হবে মহিলা যাত্রীকে। বিপদ বুঝলে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। রাতের কলকাতায় বিশেষত মহিলা যাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় করতেই এই পদক্ষেপ রাজ্যের।
আরও পড়ুন-দিনের কবিতা
এই নিয়ে রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, শহরের যত অ্যাপ ক্যাব এবং প্রাইভেট প্যাসেঞ্জার গাড়িগুলিতে ভেহিক্যাল লোকেশন ট্র্যাকিং ডিভাইস বসানো হয়েছে। কোনও মহিলা যাত্রী নিরাপত্তার অভাব বোধ করলেই সেই অভিযোগ আমাদের কেন্দ্রীয় কন্ট্রোল রুমে জমা হবে। সেখান থেকে আমরা পুলিশকে জানাই। পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই গোটা প্রক্রিয়াটা মাত্র কয়েক সেকেন্ডের ব্যাপার। রাজ্যের এই পদক্ষেপে ইতিমধ্যেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন শহরের মহিলারা।