দুর্ঘটনায় মৃত্যু নতুন আইপিএস অফিসারের

Must read

প্রতিবেদন: মর্মান্তিক! শুরুর আগেই সব শেষ। গভীর সাধনায় অভিষ্ট লক্ষ্যে পৌঁছেছিলেন মহারাষ্ট্রের বাসিন্দা হর্ষ বর্ধন। আইপিএস অফিসার (IPS officer) হওয়ার স্বপ্ন সফল হয়েছিল তাঁর। প্রশিক্ষণের পরে সোমবারই কর্নাটকের হাসন জেলায় সহকারী পুলিশ সুপার হিসাবে প্রথম চাকরিতে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। কিন্তু তা আর হল না। হাসনে যাওয়ার পথেই রবিবার গাড়ি-দুর্ঘটনায় মৃত্যু হল তাঁর। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুলিশ-মহলে। পুলিশসূত্রে জানা গিয়েছে, হাসন-ম্যায়সুরু হাইওয়েতে দুর্ঘটনাটি ঘটে। আচমকা ফেটে যায় গাড়ির চাকা। নিয়ন্ত্রণ হারান চালক। রাস্তার পাশে একটি বাড়ি এবং গাছে পরপর ধাক্কা মেরে উল্টে যায়। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ভেতর থেকে যখন হর্ষ বর্ধনকে উদ্ধার করা হয় তখন সব শেষ।

আরও পড়ুন- আকুল কান্নায় মুক্তির আর্জি পণবন্দি ইজরায়েলি সেনার

Latest article