প্রতিবেদন : গোয়ায় আবারও সাফল্য তৃণমূল কংগ্রেসের। স্মিতা শংকরদাস যোগ দিলেন দলে। মানস ভূঁইয়া, প্রতিভা বোরকার, প্রিয়া রাঠোরের উপস্থিতিতে তিনি তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন।
দ্বীপরাজ্য গোয়ায় এই মুহূর্তে কংগ্রেস নয়, তৃণমূল-ই বিজেপি বিরোধী প্রধান শক্তি, সেটা উল্কার গতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সংগঠন বিস্তারে তা প্রমাণিত। পুজোর আগেই কলকাতায় এসে গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেইরো তাঁর ঘনিষ্ঠ নেতা ও অনুগামীদের নিয়ে তৃণমূলে যোগদান করেছেন। গোয়ানিজ প্রাক্তন জনপ্রিয় ফুটবলার থেকে বক্সারও ঘাসফুল পতাকা হাতে নিয়েছেন।
আরও পড়ুন : সিস্টার নিবেদিতাকে স্মরণ অভিষেকের
গোয়ায় মাটি কামড়ে পড়ে আছে তৃণমূলের ভোট কুশলী প্ৰশান্ত কিশোরের আইপ্যাকের কয়েকশো সদস্য। রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়ান দুর্দান্ত কাজ করছেন। একইসঙ্গে সেখানে পালা পালা করে যাচ্ছেন তৃণমূল নেতা-বিধায়ক-মন্ত্রী-সাংসদরা।
গোয়ায় নির্বাচনের আগেই এক বিধায়ককে দলে টেনে কার্যত খাতা খোলে তৃণমূল! ঘাসফুল শিবিরে এখনও সরাসরি যোগ না দিলেও গোয়ার নির্দল বিধায়ক প্রসাদ শশীকান্ত গাওনকার সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়েছেন, ২০২২ বিধানসভা নির্বাচনে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকেই সমর্থন করবেন। তৃণমূল নেত্রীকে সামনে রেখেই লড়বেন তিনি। এদিন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনো ফেলেইরো এবং ডেরেকে ও’ব্রায়ানের উপস্থিতিতে নির্দল বিধায়ক প্রসাদ গাওনকারের দাবি, শুধু গোয়া বিধানসভা নয়, ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করতে পারেন একমাত্ৰ মমতাই।