প্রতিবেদন : ২৫ মে নবান্ন থেকে ইস্টবেঙ্গলের নতুন বিনিয়োগকারী হিসেবে ইমামির নাম ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকে নানা জটিলতা কাটিয়ে অবশেষে দু’পক্ষের মধ্যে চুক্তিসই হয়ে গেল। মঙ্গলবার বিকেলে মধ্য কলকাতার এক হোটেলে আনুষ্ঠানিকভাবে চুক্তিসই সম্পন্ন হল ইস্টবেঙ্গল এবং ইমামি গ্রুপের মধ্যে। দুই পক্ষের কর্তাদের পাশাপাশি উপস্থিত ছিলেন ক্লাবের প্রাক্তন ফুটবলাররাও। একই মঞ্চে উন্মোচন হল ইমামি ইস্টবেঙ্গল ক্লাবের নতুন লোগো এবং জার্সি। কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে ‘ইমামি ইস্টবেঙ্গল’ নামে খেলবে দল। আইএসএলে ইস্টবেঙ্গল খেলবে নিজেদের নামেই। সম্ভবত ‘ইস্টবেঙ্গল এফসি’ নামে। নতুন সংস্থার নাম হল ‘ইমামি ইস্টবেঙ্গল প্রাইভেট লিমিটেড’। নতুন কোম্পানির ১০ সদস্যের বোর্ডে সাতজন থাকবেন লগ্নিকারী সংস্থার। তিনজন ক্লাবের। ৭৭ শতাংশ শেয়ার থাকছে লগ্নিকারীর কাছে। ২৩ শতাংশ শেয়ার ক্লাবের।
আরও পড়ুন-শিশুদের স্কুলমুখী করতে বৃক্ষসখা উৎসব
এদিন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নতুন দিনের সূচনার আশ্বাস দিলেন ক্লাব কর্তা থেকে বিনিয়োগকারী। ইমামির অন্যতম ডিরেক্টর আদিত্য আগরওয়াল বললেন, ‘‘আমাদের চুক্তি দীর্ঘমেয়াদি। এটা অনেকটা বিয়ের মতো। বিয়েতে যেমন রেজিস্ট্রি করতে হয়, আমরাও তাই করলাম। বিচ্ছেদের কথা ভাবছিই না।’’ অমিতাভ বচ্চন, শাহরুখ খান, সলমন খানের মতো তারকাদের দেখা যায় ইমামির বিজ্ঞাপনে। আইএসএলে ইস্টবেঙ্গল ম্যাচে বলিউড তারকাদের দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না।
আরও পড়ুন-হাবড়ায় উদ্ধার তাজা বোমা, গ্রেফতার আইএসএফ নেতা
নতুন লগ্নিকারী পেয়ে চিরশত্রু মোহনবাগানকে ছেড়ে কথা বললেন না ইস্টবঙ্গল কর্তা দেবব্রত সরকার। তাঁর টিপ্পনি, ‘‘আইএসএলে ইস্টবেঙ্গল নিজেদের নামে খেলবে। আমরা কোনও ক্লাবের সঙ্গে যুক্ত হইনি। ওদের সঙ্গে আমাদের অনেক তফাত আছে।’’ দলগঠনের কাজ জোরকদমে চলছে। ক্লাব ও ইমামি কর্তারা বললেন, হেড কোচ স্টিফেন কনস্ট্যানটাইন বিদেশি ফুটবলার নির্বাচন করবেন। স্বদেশি ফুটবলার প্রায় চূড়ান্ত। কয়েকদিনের মধ্যেই নাম ঘোষণা করা হবে। আইএসএলের বিভিন্ন ক্লাব থেকে কয়েকজন ফুটবলারকে ট্রান্সফার ফি দিয়েও নেওয়া হবে। বুধবার ভিসা হাতে পেলেই দ্রুত কলকাতায় চলে আসবেন স্টিফেন। সহকারী কোচ বিনো জর্জ কলকাতা লিগ ও ডুরান্ড কাপের জন্য নতুন কিছু ভারতীয় ফুটবলার দলে নিচ্ছেন। অনুশীলন শুরু হবে দ্রুত।