মহানগরীর নাগরিক পরিষেবার কাজে গতি আনতে যুদ্ধকালীন তৎপরতা

সামনের বছরেই নতুন পুরভবন

Must read

প্রতিবেদন : কলকাতা পুরসভার কাজকর্মে আরও গতি আনতে সামনের বছরেই খুলে যাবে নতুন পুরভবনের (New KMC Building) দরজা। সেই লক্ষ্যেই এগোচ্ছে পুরসভা। কেন্দ্রীয় পুরভবন থেকে এখানে স্থানান্তরিত হবে বেশ কিছু গুরুত্বপূর্ণ দফতর। কেন্দ্রীয় পুরভবনের কয়েক পা দূরেই পাঁচতলার এই ভবনটি নির্মাণের কাজ দ্রুত শেষ করতে এখন চলছে যুদ্ধকালীন তৎপরতা। নিউমার্কেটের প্রায় গা ঘেঁষে একসময় দাঁড়িয়েছিল চ্যাপলিন থিয়েটার। সেটি ভেঙেই গড়ে উঠছে এই নতুন পুরভবন (New KMC Building)। ২০১৬ তে শুরু হয়েছিল নির্মাণের কাজ। সামনের বছরের মাঝামাঝি এই নয়াভবন নাগরিক পরিষেবার কাজে উৎসর্গ করতে চায় পুরকর্তৃপক্ষ। পাঁচতলা বাড়ি। মোট জায়গা ২৫,০০০ বর্গফুট। পুরসভা সূত্রে জানা গিয়েছে, মূল্যবৃদ্ধির কারণে মাঝে কিছুদিন গতি হারিয়েছিল নির্মাণের কাজ। প্রথমে যে সংস্থাকে এই দায়িত্ব দেওয়া হয়েছিল, পরে সেই সংস্থাকে অব্যাহতি দিয়ে এই দায়িত্ব তুলে দেওয়া হয় অন্য একটি সংস্থার হাতে। তারপরেই দ্রুতগতিতে এগিয়ে চলে কাজ। এখনও পর্যন্ত কর্তৃপক্ষের পরিকল্পনা, স্বাস্থ্য, অর্থ, জল সরবরাহ, অ্যাসেসমেন্ট সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দফতর সরিয়ে নিয়ে যাওয়া হবে নতুন বাড়িতে। একটি নতুন তথ্য-প্রযুক্তি বিভাগও সেখানে চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া করদাতাদের সুবিধের জন্য নতুন বাড়িতে ট্রেজারি কাউন্টার চালু করার সম্ভাবনাও খতিয়ে দেখছে পুরকর্তৃপক্ষ। আসলে মহানগরী যত প্রসারিত হচ্ছে, সুষ্ঠু নাগরিক পরিষেবার চাহিদা ততই বাড়ছে। বিকেন্দ্রীকরণ হলেও ভিড় বাড়ছে নিউমার্কেট এলাকায় কেন্দ্রীয় পুরভবনে। ফলে চাহিদা বাড়ছে প্রশস্ত জায়গারও। নতুন ভবন চালু হলে নিঃসন্দেহে এই চাহিদা মিটবে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রী না থাকলে নিলামে দেশটাকে বিক্রি করে দেবে: নলহাটি জনসভায় ফিরহাদ

Latest article