কলকাতার ঐতিহ্যবাহী নিউ মার্কেট (New Market) সংস্কারের কাজ শীঘ্রই শুরু হবে। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে আজ তৃণমূল কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকারের এক প্রশ্নের জবাবে রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম একথা জানিয়েছেন।
তিনি জানান, ২০২৩ সালেই নিউ মার্কেট (New Market) সংস্কার ও পরিকাঠামো উন্নয়নের জন্য ২৬ কোটি ১৮ লক্ষ টাকার বেশি বরাদ্দ করা হয়েছে। এবিষয়ে পরামর্শ দেওয়ার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়কে নিযুক্ত করা হয়েছে। কনসালটেশন ফি হিসেবে তাদের ৬৪ লক্ষ ২৮ হাজার টাকার বেশি ইতিমধ্যেই মিটিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা চূড়ান্ত পরিকল্পনা দিলেই তা রূপায়ণের কাজ শুরু হবে বলে পুরমন্ত্রী জানিয়েছেন। অন্যদিকে নিউ মার্কেটের দীর্ঘদিন লালিত হকার সমস্যা মেটাতেও সরকার পদক্ষেপ করছে বলে তিনি জানান।
আরও পড়ুন- নরওয়ের সর্বোচ্চ গবেষণার সম্মান স্পিভাককে, অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী
পুরসভা সূত্রে খবর, নিউ মার্কেটের অন্যতম আকর্ষণ ক্লক টাওয়ারটি এই সংস্কার প্রকল্পের আওতায় কী ভাবে মেরামত করা যায়, তা খতিয়ে দেখবে বিশেষজ্ঞ দল। পাশাপাশি ভবনের স্থায়িত্ব আরও বৃদ্ধি করতে মাটির নীচে চারপাশে ২.৯ কিলোমিটার দীর্ঘ টাই বিম বসানোরও সুপারিশ করেছেন যাদবপুরের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারেরা। এর ফলে ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগেও ভবনটি নিরাপদ থাকবে বলে অনুমান করা হচ্ছে। ভারতের ভূমিকম্পপ্রবণ শহর হিসেবে কলকাতার নাম অনেকটা উপরের দিকে উঠে এসেছে। সেই দিক থেকে নিউ মার্কেটের মতো পুরোনো নির্মাণের ক্ষেত্রে ভূমিকম্পে ক্ষতির সম্ভাবনাও বেশি। তাই টাইবিম ও সিসমিক ওয়াল নির্মাণ করে নিউ মার্কেট সংস্কারের পরিকল্পনা করা হচ্ছে। এই কাজ ধাপে ধাপে হবে। যখন যে অংশে কাজ করা হবে, সেই সময়ে ওই অংশের দোকানদারদের নিউ মার্কেট লাগোয়া জায়গাতেই বিকিকিনির ব্যবস্থা করে দেওয়া হবে।
প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…