এ মাসেই চলবে নতুন পথে মেট্রো

পাশাপাশি নোয়াপাড়া থেকে বিমানবন্দর হয়ে বারাসত পর্যন্ত প্রকল্পে নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো চলাচল উদ্বোধন করা হবে

Must read

প্রতিবেদন : কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় অর্থাৎ রুবি পর্যন্ত মেট্রো চলাচলে ছাড়পত্র দিল রেলওয়ে সেফটি কমিশন। এই অরেঞ্জ লাইনে আপাতত পাঁচটি স্টেশনের মধ্যে ট্রেন চলবে। মেট্রাে রেলের তরফে জানানো হয়েছে, আশা করা যাচ্ছে সাত থেকে দশ দিনের মধ্যেই এই লাইনে চলবে মেট্রো।

আরও পড়ুন-মিড ডে মিলের কাজ দেখে খুশি কেন্দ্রীয় দল, স্কুলে স্কুলে কিচেন গার্ডেন

মেট্রো কর্তৃপক্ষের আরও বক্তব্য, রেল বোর্ডের অনুমোদন পাওয়ার পর ভাড়া ঠিক হবে। ওইসব স্টেশনে কতগুলো মেট্রো চলবে তারও অনুমোদন দেবে রেল বোর্ড। তারপরেই ঠিক হবে চূড়ান্ত দিন মেট্রো চলাচল। এদিন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানিয়েছেন, চলতি বছরের অক্টোবর মাসে সল্টলেকে সেক্টর ফাইভ পর্যন্ত পরিষেবা বাড়ানো হবে। পাশাপাশি নোয়াপাড়া থেকে বিমানবন্দর হয়ে বারাসত পর্যন্ত প্রকল্পে নোয়াপাড়া থেকে বিমানবন্দর মেট্রো চলাচল উদ্বোধন করা হবে।

Latest article