প্রতিবেদন: ডিআই এবং এসআই পদমর্যাদার কোনও আধিকারিকের সন্তানরা যদি ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষার্থী হয় তাহলে সংশ্লিষ্ট অভিভাবক পরীক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এক বিজ্ঞপ্তি প্রকাশ করে এমনটাই জানাল মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE)। ওই জারি করা বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে, এই ধরনের পদমর্যাদার কোনও আধিকারিকের সন্তান যদি মাধ্যমিক পরীক্ষার্থী হয় তাহলে তা পর্ষদকে জানাতে হবে অবিলম্বে। মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, এই ধরনের কেসে সাধারণত তাঁরা পরীক্ষা ব্যবস্থায় জড়িত থাকতে পারেন না। কিন্তু বিগত কয়েক বছরে বেশ কিছু অনভিপ্রেত ঘটনা ঘটায় পর্ষদ এই ধরনের বিজ্ঞপ্তি জারি করতে বাধ্য হয়েছে।
আসল বিষয় হল এসআই এবং ডিআই-এর অধীনে পরীক্ষার প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় থাকে। তাই তাদের সন্তানরা মাধ্যমিক পরীক্ষার্থী হলে সেক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে। তাই যদি কোনও এসআই ও ডিআই-এর সন্তান মাধ্যমিক পরীক্ষার্থী হয় তাহলে তাঁদের পরীক্ষা ব্যবস্থা থেকে সরে দাঁড়ানোর কথা বলা হয়েছে। এর ফলে স্বচ্ছতা বজায় থাকার পাশাপাশি পর্ষদের ভাবমূর্তিও রক্ষা হবে।
আরও পড়ুন- বনকর্মীদের তৎপরতায় দ্রুত পাকড়াও চিতাবাঘ