প্রতিবেদন: বাজি প্রস্তুতকারী শ্রমিকদের আরও উন্নয়নের লক্ষ্যে বিশেষ উদ্যোগ। দেড় লক্ষ শ্রমিককে সংগঠিত করতে গঠন করা হল সংগঠন, অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্র্যাকার ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়ন। আইএনটিটিইউসি অনুমোদিত এই সংগঠনের প্রথম রাজ্য সম্মেলন হল রবিবার। মহাজাতি সদনে। রাজ্যে পরিবেশবান্ধব বাজি তৈরির পরিমাণ বৃদ্ধি, শ্রমিকদের উন্নত প্রশিক্ষণ-সহ বাজি শিল্পের উন্নয়নে একগুচ্ছ পরিকল্পনা নেওয়া হয় এদিন।
উপস্থিত ছিলেন স্পিকার বামান বন্দ্যোপাধ্যায়, আইএনটিটিইউিসর রাজ্য সভাপতি এবং নয়া সংগঠনের চেয়ারম্যান ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ডায়মন্ড হারবার-যাদবপুর সাংগঠনিক জেলা সভাপতি তথা সংগঠনের সভাপতি শক্তিপদ মণ্ডল, অশোক দেব, স্বপন সমাদ্দার প্রমুখ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রমিকদের পাশে। শ্রমিক উন্নয়ন নিয়ে ভাবেন তিনি। আমাদের মূল লক্ষ্যই হল বাজি প্রস্তুতকারী শ্রমিকদেরও বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনার (বিএমএসএসওয়াই)-এর আওতায় নিয়ে আসা। উত্তর-দক্ষিণবঙ্গের বাজি প্রস্তুতকারকদের প্রতিনিধি, শ্রমিক-সহ প্রায় সাড়ে তিন হাজার জন উপস্থিত ছিল সম্মেলনে। শ্রমিক উন্নয়নের দাবিগুলি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন বলেন জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। শক্তিপদ মণ্ডল বলেন, সরকার ইতিমধ্যেই বাজি হাব, ক্লাস্টার তৈরি করেছে। সরকারি সাহায্যে বাজি শ্রমিকদের আরও উন্নয়নই হল এই সংগঠনের একমাত্র লক্ষ্য। প্রথমদিনের রাজ্য সম্মেলন থেকে আমাদের শপথ, পরিবেশবান্ধব বাজি তৈরিতে এগিয়ে যাবে রাজ্য।