উন্নত পরিষেবার লক্ষ্যে নয়া পঞ্চায়েত ভবন

একতলা বিশিষ্ট ভবনটিতে থাকছে ৬টি ঘর ও অত্যাধুনিক মানের শৌচাগার। থাকবে ফুলের উদ্যান। দ্রুতগতিতে চলছে সেই ভবন নির্মাণের কাজ।

Must read

সংবাদদাতা, মালদহ : গ্রামবাসীদের উন্নত পরিষেবা দিতে তৈরি হচ্ছে নয়া পঞ্চায়েত ভবন। গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দফতরের উদ্যোগে মালদহে যদুপুরে তৈরি হচ্ছে নয়া গ্রাম পঞ্চায়েত ভবন তৈরি হবে। দ্রুত গতিতে চলছে কাজ৷ এই প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ৬৫ লক্ষ টাকা বরাদ্দ করেছে গ্রাম উন্নয়ন ও পঞ্চায়েত দফতর। এক বিঘা জমির উপর তৈরি হচ্ছে যদুপুর গ্রাম পঞ্চায়েত ভবনটি। একতলা বিশিষ্ট ভবনটিতে থাকছে ৬টি ঘর ও অত্যাধুনিক মানের শৌচাগার। থাকবে ফুলের উদ্যান। দ্রুতগতিতে চলছে সেই ভবন নির্মাণের কাজ।

আরও পড়ুন-কুৎসা–বঞ্চনা উড়িয়ে সেরার শিরোপা ছিনিয়ে নিল রাজ্য, জেলা হাসপাতালের ম্যাজিক–‌সাফল্য

চলতি বছর ১ জানুয়ারি যদুপুর গ্রাম পঞ্চায়েত ভবনের শিলান্যাস করেছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। গ্রাম পঞ্চায়েত নির্বাচনের আগে যদুপুর গ্রাম পঞ্চায়েতবাসীর কাছে নয়া পঞ্চায়েত ভবন উপহার দেওয়াই লক্ষ্য বলে জানান পঞ্চায়েত প্রধান আয়েশা ইয়াসমিন। এ বিষয়ে যদুপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আয়েশা ইয়াসমিন জানান, দীর্ঘদিন থেকে গ্রাম পঞ্চায়েত কার্যালয় ভাড়া নিয়ে চালানো হত। রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হচ্ছে নতুন পঞ্চায়েত ভবন। স্থানীয় বাসিন্দা আলিমুদ্দিন শেখ জানান, জনসাধারণকে সঠিক পরিষেবা দেওয়ার জন্য গ্রাম পঞ্চায়েত ভবন তৈরি করার উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত যে বাংলার উন্নয়ন নিয়ে খোঁজখবর নেন এই ঘটনা তারই প্রমাণ।

Latest article