প্রতিবেদন : শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন দীনেশ গুণবর্ধনে। শ্রীলঙ্কার শাসক দল এসএলপিপি’র এই সাংসদ এতদিন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও সংসদীয় দলের নেতার পদে ছিলেন। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর এই খবর দিয়েছে। বুধবারই রনিল বিক্রমাসিংঘে দ্বীপরাষ্ট্রের স্থায়ী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।
আরও পড়ুন-রাষ্ট্রপতি হলেন ময়ূরভঞ্জের ভূমিকন্যা দ্রৌপদী মুর্মু, শুভেচ্ছাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
পার্লামেন্টে রনিলের নিজের দলের কোনও এমপি না থাকলেও এসএলপিপি’র সাংসদরা তাঁকে সমর্থন করেছেন। তবে রাজাপক্ষে পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বলে রনিল দেশবাসীর কাছে আদৌ জনপ্রিয় নন। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই প্রধানমন্ত্রী নিয়োগের প্রক্রিয়া শুরু করেন রনিল। তারপরই তিনি দীনেশের নাম ঘোষণা করেন।