প্রতিবেদন: রাজ্যে শিল্পক্ষেত্রে নয়া পলিসি তৈরিতে আগের বিভিন্ন নিয়ম যেন কোনও সমস্যা না হয় তাই একটি নতুন বিল এনে আগেকার কয়েকটি নিয়ম প্রত্যাহার করছে রাজ্য সরকার। সব অংশীদারের সঙ্গে আলোচনা করেই এই পলিসি তৈরি করা হবে। বুধবার বিধানসভায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়, এক মাসের মধ্যে পলিসি চূড়ান্ত করে তৈরি হবে নতুন বিল। ক্ষুদ্র থেকে ভারী শিল্পের ক্ষেত্রেও যাতে যুগোপযোগী নিয়ম বানিয়ে দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া যায় সেজন্যই এই নতুন পলিসি তৈরি হবে।
আরও পড়ুন-অভিষেকের প্রশ্নে নীরব মোদি সরকার
১৯৯৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে চালু হওয়া ভারী শিল্পের ৮টি উৎসাহ প্রকল্প প্রত্যাহার করতে একটি বিল আনা হয়। বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ২০-২৫ বছরে পরিস্থিতি অনেক বদলে গেছে। আগে তথ্যপ্রযুক্তি নিয়ে এত চর্চা ছিল না। এখন এআই প্রযুক্তি নিয়ে নানা কাজ হচ্ছে। শিল্প ক্ষেত্রে অনেক নতুন ভাবনা, আঙ্গিক যুক্ত হয়েছে। তাই সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে নতুন নীতি আনা হচ্ছে। যুগোপযোগী প্রকল্প তৈরিতে কী কী রাখা দরকার, তা নিয়ে মুখ্যসচিবের নেতৃত্বে কমিটি গঠন করা হয়েছে। এক মাসের মধ্যে ওই কমিটি তাদের মত জানাবেন। সেই অনুযায়ী যুগোপযোগী স্কিম তৈরি করা হবে।
এরপরই বামেদের অপদার্থতার কথা স্মরণ করিয়ে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বামেদের রেখে যাওয়া ঋণের বোঝাই শুধু নয়, তাদের অদূরদর্শিতা ও নানা ভ্রান্ত নীতির ফল আজও রাজ্যে সরকারকে ভুগতে হচ্ছে। তিনি বলেন, বাম আমলে যত জমি অধিগ্রহণ করা হয়েছে তার জন্য টাকা দিতে দিতে এই সরকারের কোষাগার খালি হচ্ছে। ওরা নিজেরা নিজেদের দায়িত্ব পালন করেনি।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…