বিজেপির গোষ্ঠীকোন্দলে নতুন সংযোজন পোস্টার

Must read

প্রতিবেদন : বিজেপি (BJP) জেরবার গোষ্ঠী কোন্দলে। জেলা সভাপতির উপস্থিতিতেই মণ্ডল সভাপতির মুখে কালি মাখিয়েছিলেন কর্মীরা। এবার দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্যের বিরুদ্ধে পোস্টার সল্টলেকের কার্যালয়ে। পোস্টারে লেখা— দালাল চোর অনুপম, অনুপম-অনুগামী কোম্পানি হটাও, দক্ষিণ কলকাতা বিজেপি বাঁচাও। এর আগে দক্ষিণ কলকাতা জুড়ে বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধে টাকার বদলে পদ পাইয়ে দেওয়ার অভিযোগে পোস্টার পড়ে। এবার পোস্টার দিয়ে দক্ষিণ কলকাতা বিজেপি (BJP) বাঁচাওয়ের দাবি উঠল। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই কোন্দলে জীর্ণ হচ্ছে বঙ্গ বিজেপি। হুগলি, বসিরহাটের পর দক্ষিণ কলকাতায় জেলা সভাপতি ও জেলা সম্পাদকের ছবি দিয়ে অজস্র পোস্টার পড়ে।

আরও পড়ুন-শিল্পায়ন : ১:১ আলোচনায় দুই পক্ষ

Latest article