প্রতিবেদন : মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতেই কাজ করবে নতুন তৈরি হওয়া অধ্যক্ষদের সংগঠন। রবিবার গোলপার্কের বিবেকানন্দ সভাগৃহে বার্ষিক সভা ছিল ওয়েবকুপার। সংগঠনের চেয়ারম্যান তথা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়, মন্ত্রী ফিরহাদ হাকিম, বিধায়ক দেবাশিস কুমার, সাংসদ সৌগত রায়, কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়, কাজরি বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী আশীর্বাদ নিয়ে নতুন আঙ্গিকে কাজ করবে অধ্যক্ষদের সংগঠন।
আরও পড়ুন-নির্ধারিত সময়ের আগেই বর্ষা, রাজ্য জুড়ে শুরু বৃষ্টি
বিভিন্ন কলেজ থেকে প্রায় ৩০০ জন অধ্যক্ষ উপস্থিত ছিলেন। এই সংগঠন অধ্যক্ষদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে কাজ করবে। অধ্যক্ষদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং তাঁদের অধিকার আদায়ে সহায়তা করবে। এই সংগঠনের মুখ্য উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও সহ উপদেষ্টা করা হয়েছে, ড. দীপককুমার কর, ড. দেবকুমার মুখোপাধ্যায়, ড. দেবাশিস পাল, ড. সোমনাথ মুখোপাধ্যায়, ড. বীরবিক্রম রায়, ড. রুমা ভট্টাচার্যকে। নতুন এই স্টেট এগজিকিউটিভ কমিটির প্রেসিডেন্ট হয়েছেন ড. স্বাগতা দাস মহন্ত, সেক্রেটারি ড. মানস কবি।
অপরদিকে চাকরিচ্যুত শিক্ষকদের বৈঠক নিয়ে শিক্ষামন্ত্রী জানান, তিনি একটি চিঠি পেয়েছেন। কিন্তু সেই চিঠিতে কী বিষয়ে বৈঠক তার যথাযথ কারণ লেখা নেই। তাই মন্ত্রী জানিয়েছেন, এই আন্দোলনরত শিক্ষকরা যদি যথাযথভাবে চিঠি দেন তাহলে শিক্ষা দফতর তাঁদের সঙ্গে অবিলম্বে বৈঠকে বসবে। তবে তিনি বারবার বলেছেন, মুখ্যমন্ত্রী নিজে বৈঠক করেছেন এই শিক্ষক-অশিক্ষক কর্মীদের সঙ্গে। তাই নেতিবাচক কোনওরকম প্ররোচনায় পা না দিয়ে রাজ্যের উপর আস্থা রাখার পরামর্শ দিয়েছেন।