পূর্বস্থলী দক্ষিণে নয়া কর্মসূচি, পড়ুয়াদের মুখোমুখি বিধায়ক

এই কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীদের অনেক সমস্যা জানতে পারছি। সমাধানের চেষ্টা করছি।’ প্রত্যেক পড়ুয়ার জন্য টিফিনেরও ব্যবস্থা করেন মন্ত্রী

Must read

সংবাদদাতা, কাটোয়া : ছুটির ঘন্টা বাজামাত্র স্কুলের গেটে এসে থামল মন্ত্রীর কনভয়। গাড়ি থেকে নেমে প্রধানশিক্ষকের অনুমতি নিয়ে তিনি বসে গেলেন পড়ুয়াদের সামনে। জুড়লেন গল্পগাছা। তাদের সমস্যা ও প্রয়োজনের কথা শুনতে চাইলে পড়ুয়ার দল গড়গড়িয়ে বলতে শুরু করল, পর্যাপ্ত শৌচাগার নেই, নেই পর্যাপ্ত পানীয় জল পরিষেবা, দরকার পাকা সাইকেল ষ্ট্যান্ড, লাইব্রেরিতে দরকারমতো বই। স্কুলে বিজ্ঞান বিভাগ খুললে ভাল হয়।

আরও পড়ুন-রবিবার নির্বিঘ্নে টেট পরীক্ষার জন্য রাজ্যের একাধিক ব্যবস্থা

নিজের বিধানসভা এলাকা পূর্বস্থলী দক্ষিণে ‘ছাত্রছাত্রীদের মুখোমুখি বিধায়ক’ শীর্ষক কর্মসূচি শুরু করেছেন মন্ত্রী স্বপন দেবনাথ। এই কর্মসূচিতে এলাকার স্কুলে স্কুলে গিয়ে পড়ুয়াদের সমস্যার সুলুকসন্ধান করে সমাধানে উদ্যোগী হচ্ছেন তিনি। পূর্বস্থলী ১ ব্লকের কেপিসি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের কথায়, ‘মন্ত্রী যেভাবে সমস্যা জেনে সমাধানের প্রতিশ্রুতি দিলেন, তাতে আমরা অভিভূত।’ সমস্যা নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গেও কথা বলছেন মন্ত্রী। তাঁর কথায়, ‘নানা প্রয়োজনে মানুষের কাছে যাই। সমস্যা শুনে সমাধানের উদ্যোগ নিই। কিন্তু ছাত্রছাত্রীদেরও যে নানা সমস্যা, প্রত্যাশা আছে তা জানতেই মুখোমুখি বসা। এই কর্মসূচিতে শিক্ষক ও শিক্ষার্থীদের অনেক সমস্যা জানতে পারছি। সমাধানের চেষ্টা করছি।’ প্রত্যেক পড়ুয়ার জন্য টিফিনেরও ব্যবস্থা করেন মন্ত্রী।

Latest article