নাজির হোসেন লস্কর: প্লাস্টিক ও পলিথিন বর্জ্য দিন দিন দূষণের মাত্রা বাড়িয়ে চলেছে৷ বিরূপ প্রভাব ফেলছে জীববৈচিত্রের উপর। পরিবেশ, মাটি, নালা ও জলজ প্রাণীর পক্ষে ক্ষতিকারক এই প্লাস্টিক বর্জ্যের হাত থেকে রক্ষা করতে উদ্যোগ নিল বিষ্ণুপুর–১ পঞ্চায়েত সমিতি৷ প্লাস্টিকের বর্জ্যগুলি সরাসরি বাড়ি থেকে সংগ্রহ করার পর পঞ্চায়েত সমিতি পুনর্ব্যবহারযোগ্য করে বিক্রি করবে কারখানা বা পিচের রাস্তা তৈরির কাজে৷ এরফলে একদিকে যেমন পরিবেশ দূষণের মাত্রা কমবে, অন্যদিকে বাড়বে পঞ্চায়েত সমিতির রাজস্ব৷ দক্ষিণ ২৪ পরগনা জেলায় প্রথম এমন নজির সৃষ্টি করল বিষ্ণুপুর ১ পঞ্চায়েত সমিতি৷ শুক্রবার প্রকল্পটির ফিতে কেটে উদ্বোধন করলেন মন্ত্রী দিলীপ মণ্ডল, জেলাশাসক সুমিত গুপ্ত প্রমুখ৷
আরও পড়ুন-আঁতুড়ঘর থেকে ল্যাবরেটরি
প্রকল্পটির ব্যবহার সম্পর্কে বিডিও নাজিরউদ্দিন সরকার বলেন, একেবারে বাড়ি বাড়ি থেকে অব্যবহারযোগ্য প্লাস্টিক, বোতল সংগ্রহ করা হবে৷ ইতিমধ্যে ব্লকের ১১টি পঞ্চায়েত ৩টি করে ই–কার্ট কিনেছে৷ এর মাধ্যমে স্বনির্ভর গোষ্ঠীর কর্মীরা সপ্তাহান্তে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করে পৌঁছে দেবেন পঞ্চায়েত সমিতির প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা বিভাগে৷ এরপর মেশিনে ফেলে ময়লা পরিষ্কার এবং পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হবে৷ পরবর্তীতে পঞ্চায়েত সমিতি কাবাড়িওয়ালাদের কাছে বিক্রি করবে৷ এছাড়া পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক কারখানাগুলিও কিনতে পারবে উৎপাদিত প্লাস্টিক৷ পিচের রাস্তা তৈরিতেও ব্যবহার করার উদ্যোগ নেওয়া হবে। আগামিদিনে প্লাস্টিক থেকে পরিবেশ দূষণের হাত থেকে রক্ষা করার জন্য বিষ্ণুপুর -১ পঞ্চায়েত সমিতির এই উদ্যোগ অনন্য বলে মন্তব্য করেন মন্ত্রী দিলীপ মণ্ডল৷ জেলাশাসক বলেন, জেলায় প্রথম এই প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটির সূচনা হল৷ ধীরে ধীরে অন্যান্য ব্লকেও এই প্রকল্প শুরু করা হবে৷