মহালয়াতেই নেত্রীর কথায় ও সুরে পুজোর অ্যালবাম ‘অঞ্জলি’

Must read

প্রতিবেদন : পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের মাহেন্দ্রক্ষণে প্রকাশিত হতে চলেছে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে পুজোর গানের অ্যালবাম ‘অঞ্জলি’ (Anjali)। সোমবার তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, মহালয়ার দুপুরে নজরুল মঞ্চে ‘জাগোবাংলা’ উৎসব সংখ্যা প্রকাশের সঙ্গেই উদ্বোধন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে গানের অ্যালবাম ‘অঞ্জলি’র। মোট ১০টি গান রয়েছে এই অ্যালবামে। গানগুলি গেয়েছেন ইন্দ্রনীল সেন, নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি প্রমুখ শিল্পী।

আরও পড়ুন- শ্রম দফতরের হস্তক্ষেপে বাগানে কাটল বোনাস জট

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃতিচর্চার কথা কারও অজানা নয়। পুজোর আবহে বাঙালির গানের নস্টালজিয়া আজও চিরন্তন। এই দুই মিলে এবার দেবীপক্ষের সূচনায় প্রকাশিত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়-সুরে বাংলার বিশিষ্ট শিল্পীদের কণ্ঠে গান। সঙ্গীত আয়োজনে দেবজ্যোতি বোস ও কুণাল চক্রবর্তী। বুধবার নজরুল মঞ্চের অনুষ্ঠানে এই অ্যালবাম প্রকাশে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

Latest article