উত্তরপ্রদেশে চমক ইন্ডিয়া জোটের

Must read

হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এনডিএ এবং ইন্ডিয়া জোটের (INDIA Alliance)। মঙ্গলবার সকাল থেকে এখনও পর্যন্ত যা ট্রেন্ড, তাতে লক্ষ্যণীয় এনডিএ-কে চ্যালেঞ্জ দিয়েছে ইন্ডিয়া। উত্তরপ্রদেশে চমক রয়েছে ইন্ডিয়া’র। ২০১৯ লোকসভা ভোটে ৮০ আসনের মধ্যে ৬২টি আসনই পেয়েছিল এনডিএ। কিন্তু এবার এখনও পর্যন্ত ইন্ডিয়া জোট (INDIA Alliance) এগিয়ে ৪৩ আসনে। এনডিএ সেখানে রয়েছে ৩৬-এ। অন্যান্য ১। উত্তরপ্রদেশের হেভিওয়েট প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন রাহুল গান্ধী রায়বরেলি ও অখিলেশ যাদব কনৌজ কেন্দ্রে।

আরও পড়ুন- দালাল স্ট্রিটে ধস! ২ বছরের মধ্যে একদিনে সবচেয়ে বেশি পতন

দুপুর ১টা পর্যন্ত যা ছবি তাতে সত্যিই চমকে যাওয়ার মতো ঘটনা। শেষপর্যন্ত এই ট্রেন্ড বজায় থাকলে বিজেপির ব্যাপক ধাক্কা খেতে চলেছে একথা নিঃসন্দেহে বলা যায়। কেন এই পরিবর্তন? কংগ্রেস নেতা রাহুল গান্ধী বহু বার দাবি করেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে জাতিগত জনগণনা হবে। এদিকে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব জোর দিয়েছিলেন ‘পিডিএ’ অর্থাৎ ‘পিছড়া দলিত অল্পসংখ্যক’-এর ওপরে। এর আগে যাদব ও মুসলিমদেরই প্রার্থী করতেন সমাজবাদী পার্টির সুপ্রিমো। কিন্তু এবার দলিতদেরও প্রার্থী এসপি।

Latest article