মৎস্যজীবীদের জন্য নতুন রাস্তা

এতদিন ধরে ওই রাস্তাটি মাটি ও মোরামের ছিল। এর ফলে মৎস্যজীবী তথা এলাকার বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে খুবই অসুবিধা হত

Must read

সংবাদদাতা, কাঁথি: কাঁথি ১ ব্লকের হরিপুর মৎস্যখটি এলাকায় মৎস্যদফতরের উদ্যোগে কংক্রিটের রাস্তা ও কালভার্ট তৈরির কাজের উদ্বোধন হল। রাস্তা ও কালভার্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, প্রাক্তন বিধায়ক তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময় কর। দীর্ঘদিনের দাবি মেনে রাস্তা ও কালভার্টের কাজ শুরু হওয়ায় এলাকার বাসিন্দাদের মধ্যে খুশির হওয়া বইছে। হরিপুর শিশু শিক্ষাকেন্দ্র থেকে হরিপুর মৎস্যখটি পর্যন্ত ৭০০ মিটার কংক্রিটের রাস্তা তৈরির জন্য ২৮ লক্ষ টাকা খরচ করবে মৎস্যদফতর।

আরও পড়ুন-মোদির প্রকল্প সুপার ফ্লপ হল বাংলায়

অন্যদিকে ওই রাস্তায় নালার উপর তৈরি কালভার্ট তৈরির জন্য ১৮ লক্ষ টাকা খরচ করবে মৎস্য দফতর। দুটি প্রকল্পের জন্য মোট ৪৬ লক্ষ টাকা ব্যয় হবে। এতদিন ধরে ওই রাস্তাটি মাটি ও মোরামের ছিল। এর ফলে মৎস্যজীবী তথা এলাকার বাসিন্দাদের যাতায়াতের ক্ষেত্রে খুবই অসুবিধা হত। অন্যদিকে যশ ঘূর্ণিঝড়ে ওই কালভার্টটি ভেঙে গিয়েছিল। তারপর থেকে কাঠ ও ইট দিয়ে অস্থায়ীভাবে কালভার্ট তৈরি করা হয়েছিল। এতে সকলেরই যাতায়াতের ক্ষেত্রে অসুবিধায় পড়তে হতো। অধিকর্তা (সামুদ্রিক) বলেন, রাস্তা ও কালভার্ট তৈরি হলে জেলা সহ মৎস্য-এলাকার মৎস্যজীবীরা খুব সহজেই যাতায়াত করতে পারবেন। আগামী কয়েক মাসের মধ্যে কাজ শেষ করবে বলে আশ্বাস দিয়েছে কাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থা

Latest article