পাড়ায় সমাধানে আবেদনের ৭২ দিনের মাথাতেই নয়া রাস্তা

Must read

সংবাদদাতা, সন্দেশখালি : পাকা রাস্তার দাবি ছিল এলাকাবাসীর। কথা ছিল ৯০ দিনের মধ্যে তৈরি হবে রাস্তা কিন্তু তার আগেই ৭২ দিনের মাথায় রাস্তা তৈরি করে তার উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো। সন্দেশখালিতে আমাদের পাড়া আমাদের সমাধান (AMADER PARA AMADER SAMADHAN ) প্রকল্পে রাস্তার কাজ হওয়াতে খুশির হাওয়া এলাকায়। আমার পাড়া আমার সমাধান প্রকল্পে উত্তর ২৪ পরগনা জেলায় নজর কাড়ল সন্দেশখালি।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালি দু’নম্বর ব্লকের বেরমজুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গাজিখালি প্রাইমারি স্কুল থেকে গোপাল মোড় শ্মশানঘাট পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ হয়েছিল ৩ লক্ষ ৩৩ হাজার ৪৫২ টাকা। সেই কাজে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে নতুন রাস্তা করে জেলার মধ্যে এই প্রথম সন্দেশখালির নতুন রাস্তা উদ্বোধন করা হল।
বিধায়কের পাশাপাশি উপস্থিত ছিলেন সন্দেশখালি দু’নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ দিলীপ মল্লিক, সন্দেশখালি দু’নম্বরের বিডিও অরুণকুমার সামন্ত ও প্রশাসনিক কর্তারা। চলতি বছর এই রাস্তা করে দেওয়ার জন্য আমাদের পাড়া আমাদের সমাধানের (AMADER PARA AMADER SAMADHAN ) ক্যাম্পে গিয়ে আবেদন জানিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রথম ৩০ দিন প্রোপোজাল, পরে ৩০ দিন স্ক্রুটিনি, পরের ৩০ দিনের মধ্যে প্রকল্পের কাজ শেষ। অর্থাৎ ৯০ দিনের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ ছিল। ৯০ দিন মেয়াদ পূর্ণ হওয়ার আগেই ৭২ দিনের মাথায় নতুন রাস্তা পেলেন পাড়ার অধিবাসীরা।

আরও পড়ুন- তৃণমূলের সভায় বোমাবাজির অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে

Latest article