পুরীতে (Puri) দর্শনার্থীদের জন্য নতুন নিয়ম চালু হাতে চলেছে। মুখ্যমন্ত্রীর উপদেষ্টা প্রকাশ মিশ্র মন্দিরের দর্শন সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের প্রস্তুতি খতিয়ে দেখেছেন সোমবার। মন্দির কমিটির সঙ্গে পর্যালোচনার পর নতুন নিয়ম চালু করা হবে বলে তিনি জানিয়েছেন। মন্দির কমিটির সঙ্গে বৈঠকও করেছেন মুখ্যমন্ত্রীর উপদেষ্টা। তিনি জানিয়েছেন দর্শনার্থীরা যাতে কোনও রকম সমস্যা ছাড়া মন্দির এবং বিগ্রহ দর্শন করতে পারেন, পুজো দিতে পারেন, তার জন্য নয়া নিয়ম চালু করা হচ্ছে। মহিলা এবং বয়স্কদের জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। বিশেষ ভাবে সক্ষম এবং ভিআইপিদের জন্য আলাদা কোনও ব্যবস্থা করা যায় কি না, সেই নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
আরও পড়ুন-অন্ধ্রপ্রদেশের গোদাবরী নদীতে নৌকাডুবি, মৃত ২
সূত্রের খবর, নাটমণ্ডপ বরাবর ব্যারিকেড করে ছয় লেনের র্যাম্প বানানো হবে। পুণ্যার্থীরা এর ফলে খুব সহজে মন্দির দর্শন করতে পারবেন। পুরুষ, মহিলা, প্রবীণ এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য আলাদা লাইনের ব্যবস্থা থাকবে। ‘সাত পহচা’ হয়ে পুণ্যার্থীদের প্রবেশ করতে হবে। ঘণ্টিদ্বার দিয়ে মহিলা এবং বয়স্কদের বেরোনোর ব্যবস্থা করা হচ্ছে। পুরুষ পুণ্যার্থীদের মন্দির দর্শন শেষে গড়ুরদ্বার হয়ে বেরোতে হবে। নতুন এই ব্যবস্থা চালু হলে মন্দির এবং বিগ্রহ দর্শন অনেকাংশেই সহজ হবে। মন্দিরে জগন্নাথ দর্শন করতে গিয়ে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি, ধাক্কাধাক্কি হয় যার ফলে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আগামী দিনে এই জাতীয় পরিস্থিতির এড়াতে দর্শনের নিয়মে পরিবর্তন আনা হচ্ছে।