মহাপ্রভু দর্শনের নতুন নিয়ম ১ ফেব্রুয়ারি থেকেই

কথা ছিল নতুন বছরের প্রথম মাসেই মহাপ্রভু দর্শনের জন্য নতুন নিয়ম চালু হবে পুরীর জগন্নাথ মন্দিরে।

Must read

প্রতিবেদন: কথা ছিল নতুন বছরের প্রথম মাসেই মহাপ্রভু দর্শনের জন্য নতুন নিয়ম চালু হবে পুরীর (Puri) জগন্নাথ মন্দিরে। কিন্তু জানুয়ারিতে তা সম্ভব হয় নি। তবে ফেব্রুয়ারির প্রথম দিন থেকেই দর্শনার্থীদের সুবিধার জন্য চালু হচ্ছে ৬টি পৃথক লাইন।

আরও পড়ুন-কেজরিকে খুন করতে চায় বিজেপি, অভিযোগ অতিশির

একটি মহিলাদের জন্য, দ্বিতীয়টি বয়স্কদের, তৃতীয়টি বিশেষ সক্ষমদের জন্য সংরক্ষিত থাকছে। বাকি ৩টি লাইনে মন্দিরে প্রবেশ করতে পারবেন পুরুষ ভক্তরা। শুধু প্রবেশ নয়, জগন্নাথ-বলরাম-সুভদ্রা দর্শনের পর মন্দির থেকে বের হতে হবে একই ভাবে লাইন দিয়ে। মন্দিরের ভেতরে একটি উঁচু প্ল্যাটফর্ম থেকেও ব্যবস্থা থাকবে মহাপ্রভু দর্শনের। ভক্তদের সুরক্ষা এবং নিরাপত্তার জন্যই এই নতুন নিয়ম বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে।

Latest article